কোহলিদের থেকে ৩৪৫ রানে এগিয়ে ইংল্যান্ড
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কজো রুট কি ভারতের নেমেসিস হয়ে উঠছেন? চলতি সিরিজ অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। ট্রেন্টব্রিজে ১০৯, লর্ডসে অপরাজির ১৮০-র পর হেডিংলেতেও ইংল্যান্ড অধিনায়কের ব্যাট থেকে বেরোল ১২১ রানের দুর্দান্ত ইনিংস। কেরিয়ারের ২৩টি শতরানের মধ্যে আটটি ভারতের বিরুদ্ধে। চলত বছরেই হাঁকিয়েছেন হাফডজন সেঞ্চুরি। যার মধ্যে চারটিই কোহলি অ্যান্ড কোং-এর বিপক্ষে।
রুটের চোখধাঁধানো ইনিংসে ভর করেই বড় রানের লিড নিল ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে তাদের রান আট উইকেটে ৪২৩। ভারতের থেকে এখনই ৩৪৫ রানে এগিয়ে রুটরা। যার জেরে ইনিংসে হারের জুজু জাঁকিয়ে বসেছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে।
তবে অধিনায়ককে যোগ্য সঙ্গত করলেন দাউইদ মালান (৭০), হাসিব হামিদ (৬৮), রোরি বার্নসরাও (৬১)। গোটা দিনে ৩০৩ রান বিলিয়ে দিলেন ভারতীয় বোলাররা। তারই মধ্যে কিছুটা নজর কাড়লেন মহম্মদ শামি (৩/৮৭)। সহায়তা পেলেন মহম্মদ সিরাজ (২/৮৬), রবীন্দ্র জাদেজা (২/৮৮), জসপ্রীত বুমরাদের (১/৫৮) কাছ থেকেও। তবে পুরোপুরি বে-আব্রু ইশান্ত। ২২ ওভার বল করে বিলিয়েছেন ৯২ রান। কিন্তু উইকেট আসেনি তাঁর ঝুলিতে।
শুক্রবার ভারতের টপ অর্ডার জিমি অ্যান্ডারসনদের কতটা যুঝতে পারে তার উপরেই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।