প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও দ্বিতীয় ম্যাচ জিতে টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত৷ মঙ্গলবার হোলকর স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারায় টিম ইন্ডিয়া৷ ১৫ বল বাকি থাকতেই কুমারাকে ছক্কা হাঁকিয়ে হাসতে হাসতে ম্যাচ জিতে নেন কোহলি৷
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও দ্বিতীয় ম্যাচ জিতে টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত৷ মঙ্গলবার হোলকর স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারায় টিম ইন্ডিয়া৷ ১৫ বল বাকি থাকতেই কুমারাকে ছক্কা হাঁকিয়ে হাসতে হাসতে ম্যাচ জিতে নেন কোহলি৷
এই সিরিজকে বিশ্বকাপের মহড়া হিসেবে দেখছে দুই দলই৷ তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়৷ রবিবার গুয়াহাটিতে নির্ধারিত সময়ে টস হলেও বৃষ্টিতে পিচে জল ঢুকে যাওয়ায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি৷ আন্তর্জাতিক ভেন্যুতে কীভাবে পিচে জল ঢুকল তা নিয়েও কম জলঘোলা হয়নি৷
এদিন ইন্দোর টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন কোহলি৷ বিশ্বকাপের কথা মাথায় রেখে চাপের মধ্যে কীভাবে তরুণরা ম্যাচ বের করতে পারে তাই দেখতে চেয়েছিলেন ভারত অধিনায়ক৷ টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে এমনটাই জানিয়েছিলেন বিরাট৷