ছ'টি অঞ্চলভিত্তিক দল নিয়ে হবে প্রতিযোগিতা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঅবশেষে শুরু হতে চলেছে বেঙ্গল টি টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২১। এই প্রথম বারের জন্য ক্রিকেট মরশুম শুরু হবে সেপ্টেম্বর মাসে। এর আগে কোনোদিন এত আগে মরশুম শুরু হয় নি। ফলে আবহাওয়া জনিত সমস্যা থেকেই যাচ্ছে। এই কারণে এখনো ক্রীড়াসূচী ঘোষিত হয় নি।
এদিকে গতবারের মতো ডিভিশনের রেজিস্টার্ড ক্লাব নয়, অনেকটা অঞ্চলভিত্তিক দল তৈরি হতে চলেছে। আগামী দিনে যা ফ্রাঞ্চাইজি নিতে আগ্রহী করে তুলতে পারে এই প্রতিযোগিতা কে।
আপাতত সিএবির পক্ষ থেকে ছ'টি দল , তাঁদের কোচ , মেন্টর ও অধিনায়কদের নাম ঘোষিত হয়েছে।
কলকাতা হিরোজ-এর অধিনায়ক হয়েছেন ঋত্বিক রায় চৌধুরী , কোচ শিব সাগর সিং ও মেন্টর ঘোষিত হয়েছেন সৌরাশিষ লাহিড়ী।
দুর্গাপুর ড্যাজলার দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিষেক রমণ। কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব গোয়েল ও মেন্টর উৎপল চ্যাটার্জী।
ব্যারাকপুর ব্যাশার্সের অধিনায়ক সুদীপ চ্যাটার্জী, কোচ অরিন্দম দাস ও মেন্টর প্রণব রায়।
খড়গপুর ব্লাস্টার্স এর অধিনায়ক কাজী জুনাইদ সৈদি। কোচ সতীন্দর সিং ও মেন্টর লক্ষ্মীরতন শুক্লা ।
কৃষ্ণনগর চ্যালেঞ্জার্স এর অধিনায়ক অর্নব নন্দী। কোচ শোভন মিত্র, মেন্টর ইন্দুভূষণ রায়।
কাঞ্চনজঙ্ঘা ওয়ারিয়ার্স এর অধিনায়ক অনুস্টুপ মজুমদার। কোচ নিযুক্ত হয়েছেন আব্দুল মোনায়েম ও মেন্টর শিব শঙ্কর পাল।
আশা করা যায় বাংলা কুড়ি ওভারের খেলায় যে দাপট দেখাতো সেই দাপট আবার দেখাবে আগামী দিনে।