দলবদ্ধভাবে নজর কাড়লেন বোলাররা; কপিলের রেকর্ড ভাঙলেন বুমরা; চিন্তা রোহিত-পুজারার চোট নিয়ে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রথম ইনিংসে ৯৯ রানে পিছিয়ে থাকা। পাটা উইকেট। দলে মাত্র একজন স্পিনার। কোনওকিছুই ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারল না। অনবদ্য টিমগেমের ছাপ রেখে ওভালে ১৫৭ রানে জয় ছিনিয়ে নিল ভারত। তাও আগের টেস্টে ইনিংসে হার হজম করার পর। সোমবার ম্যাচের শেষ দিন দু’পক্ষের সামনেই হাতছানি ছিল জয়ের। বরং তুল্যমূল্য বিচারে পাল্লা কিছুটা হেলে ছিল ইংল্যান্ডের দিকেই। কিন্তু ইস্পাতকঠিন মানসিক দৃঢ়তা দেখিয়ে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে টেক্কা দিল বিরাট ব্রিগেড। ৩৬৮ রান তাড়া করতে গিয়ে ২১০ রানেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ৫০ বছর পর ওভাল টেস্টে জয় পেল ভারত। পাশাপাশি, ১৯৮৬-এর পর এই প্রথম ইংল্যান্ডে একই সিরিজে দু’টি টেস্ট জিতল টিম ইন্ডিয়া।
পঞ্চম দিন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯১। আর টিম ইন্ডিয়াকে তুলতে হত ১০টি উইকেট। চতুর্থ দিন যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করেছিলেন দুই ইংরেজ ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ। দু’জনেই অর্ধশতরান হাঁকালেন। ওপেনিং জুটিতেই উঠল ১০০ রান। স্বাভাবিকভাবেই হতাশায় ডুবতে শুরু করেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
ঠিক এই সময়েই বহুলকাঙ্ক্ষিত ‘ব্রেক থ্রু’ যোগালেন শার্দূল ঠাকুর। ব্যাট হাতে দুই ইনিংসেই মহামূল্যবান অর্ধশতরান করেছেন। কিন্তু তাঁকে তো ব্যাটসম্যান হিসাবে দলে নেওয়া হয়নি! তাঁর আসল কাজ তো বিপক্ষ ব্যাটিং-এর মেরুদণ্ড ভাঙা। মুম্বইকর জানতেন সেটা বেশ ভালোমতোই। তাই বিরাট যখন তাঁর হাতে বল তুলে দিলেন, অধিনায়কের আস্থার পূর্ণ মর্যাদা রাখলেন তিনি। ভাঙলেন ইংরেজদের ওপেনিং জুটি। সেই সঙ্গে মেরুদণ্ডও। বার্নস (৫০), হামিদ (৬৩) এবং রুট (৩৬) ছাড়া কেউ কুড়ির ঘরে পৌঁছতে পারেননি। ১০০ রানে প্রথম উইকেট পড়ে ইংল্যান্ডের। ২১০ রানে অল আউট হয়ে যায় রুট অ্যান্ড কোং। শেষ আট উইকেট মাত্র ৬৯ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই বিধ্বংসী বোলিংয়ে কেউ একা নন, তালিকায় নাম তুলেছেন উমেশ (৩/৬০), বুমরা ২/২৭), শার্দূল (২/২২), জাদেজা (২/৫০) সকলেই।
দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরানের জন্য রোহিত শর্মাকে ম্যান অফ দ্য ম্যাচ বেছেছেন কর্তৃপক্ষ। কিন্তু যেরকম দলগত পারফরম্যান্সের নিদর্শন স্থাপন করল বিরাট বাহিনী, তাতে সমর্থকদের কাছে ম্যাচের সেরা কিন্তু একা হিটম্যান নন, টিম ইন্ডিয়া।
এদিকে, এদিনই অলি পোপকে বোল্ড করে টেস্টে ১০০ শিকার পূর্ণ করলেন বুমরা। ভারতীয় পেসারদের মধ্যে এতদিন দ্রুততম হিসাবে এই লক্ষ্যে পৌঁছনোর রেকর্ড ছিল কপিল দেবের (২৫ টেস্ট)। কেরিয়ারের ২৪ তম টেস্টে ১০০ উইকেট নিয়ে কপিলের সেই রেকর্ড ভাঙলেন বুমরা।
তবে জয়ের মধ্যেও থাকছে দুশ্চিন্তার রেখা। রোহিত এবং পুজারা কেউই এদিন ফিল্ডিং করতে পারেননি। তবে টিম ম্যানেজমেন্টের আশা, শুক্রবার থেকে শুরু হতে চলা ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের আগে দু’জনেই ম্যাচফিট হয়ে উঠবেন।