অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়লেন শুভম; অভিষেকের অর্ধশরানেও হার দুর্গাপুরের
সুমিত গঙ্গোপাধ্যায়মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ। ছয় দলের প্রতিযোগিতার সূচনা হল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। ট্রফির উন্মোচন হয় প্রতি দলের অধিনায়ক ও মেন্টর তথা সিএবি-র কর্মকর্তাদের নিয়ে। প্রতিযোগিতার প্রথম দিনের ঘণ্টা বাজান বাংলার প্রাক্তন অধিনায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। প্রতিটি দলের অধিনায়ক রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন।
বৃষ্টির জন্য দিনের দু’টি ম্যাচেরই ওভারসংখ্যা কমিয়ে ১০ করা হয়েছিল। কিন্তু তার মধ্যেই দেখা গেল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম ম্যাচে কাঞ্চঞ্জঙ্ঘা আট রানে হারিয়েছে ব্যরাকপুর ব্যাশার্সকে। প্রথমে ব্যাট করে কাঞ্চনজঙ্ঘা ১০ ওভারে পাঁচ উইকেটে ৯২ রান করেছিল। শুভম সরকার মাত্র ন’বলে অপরাজিত ২৬ রান করেন। জবাবে সুদীপ চ্যাটার্জীর ২৯ বলে ৩৫ সত্বেও হেরে যায় ব্যারাকপুর। তারা সাত উইকেটে ৮৪ রান তোলে। শুভম সরকার ২০ রানে ১ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন।
দ্বিতীয় ম্যাচে দুর্গাপুর ড্যাজলার্স ওপেনার অভিষেক দাসের ৩৪ বলে অপরাজিত ৫৮ রানের সুবাদে মাত্র দু’উইকেটে ১০৫ তোলে ১০ ওভারে। হাড্ডাহাড্ডি লড়াই করে কৃষ্ণনগর চ্যালেঞ্জার্স ন’ওভারে পাঁচ উইকেটে ৮৬ রান তুলেছিল। শেষ ওভারে দরকার ছিল ২০ রান। অয়ন গুপ্ত (ছ’বলে ১৯ অপরাজিত) রবিকান্ত সিং-এর প্রথম তিন বলে ১৬ (৪,৬,৬) রান নেন। চতুর্থ বলে ১ রান নিয়ে উইকেট কিপার অগ্নিভ পানকে (ন’বলে ২০ অপরাজিত) স্ট্রাইক দিলে তিনি পঞ্চম বলে বাউন্ডারি মেরে ম্যাচ জিতিয়ে দেন কৃষ্ণনগরকে।