অতীতে জাতীয় দল নির্বাচনে বিসিসিআই প্রেসিডেন্টের নাগ গলানোর নিজির থাকলেও সৌরভ গঙ্গোপাধ্যায় সে পথে হাঁটতে রাজি নন৷ বোর্ড প্রধানের চেয়ারে আসীন হলেও নির্বাচকদের কাজে হস্তক্ষেপ বা দল নির্বাচন সংক্রান্ত বিষয়ে অযথা মতামত দিতেও রাজি নন সৌরভ৷
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঅতীতে জাতীয় দল নির্বাচনে বিসিসিআই প্রেসিডেন্টের নাগ গলানোর নিজির থাকলেও সৌরভ গঙ্গোপাধ্যায় সে পথে হাঁটতে রাজি নন৷ বোর্ড প্রধানের চেয়ারে আসীন হলেও নির্বাচকদের কাজে হস্তক্ষেপ বা দল নির্বাচন সংক্রান্ত বিষয়ে অযথা মতামত দিতেও রাজি নন সৌরভ৷ সাম্প্রতিক সময়ে ঋষভ পন্তের ধারাবাহিকতার অভাব সত্ত্বেও তাঁর ক্রমাগত সুযোগ পেয়ে যাওয়া নিয়ে গুঞ্জন উঠতে শুরু করলেও সৌরভ মনে করেন দল নির্বাচনের বিষয়টা নির্বাচকদের উপর ছেড়ে দেওয়া উচিত৷ তবে মহারাজ এও মনে করেন যে পন্ত স্পেশাল ট্যালেন্ট৷
মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরী হিসেবে ঋষভ পন্ত জাতীয় নির্বাচকদের প্রথম পছন্দ হলেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট ঋষভের পারফর্ম্যান্সে৷ টেস্টে তাঁকে সরিয়ে ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দের জায়গা ফিরে পেয়েছেন ঋদ্ধিমান সাহা৷ ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটেও এবার প্রশ্ন উঠতে শুরু করেছে পন্তকে নিয়ে৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ব্যাট হাতে নজর কাড়লেও উইকেটকিপিংয়ে ভুল ভ্রান্তি করেছেন বিস্তর৷ টি-২০ ক্রিকেটে বেশ কিছুদিন যাবৎ ক্রমাগত ব্যর্থ হয়ে চলেছেন পন্ত৷