মহাতারকা হয়ে ওঠার সব রকম রসদ রয়েছে তাঁর মধ্যে৷ নূন্যতম সুযোগেই আন্তর্জাতিক মঞ্চে যে রকম প্রভাব বিস্তার করেছেন মার্নাস ল্যাবুশেন, তাতে অস্ট্রেলিয়া ক্রিকেটের পরবর্তী মুখ হয়ে উঠতে পারেন তিনি৷শেষ ৫টি টেস্টে একটি দ্বিশতরানসহ চারটি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে৷ এহেন ল্যাবুশেন মনে করেন যে ভারতে এসে ভারতকে সামলানোর মতো কঠিন কাজ আর কিছু নেই৷
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কমহাতারকা হয়ে ওঠার সব রকম রসদ রয়েছে তাঁর মধ্যে৷ নূন্যতম সুযোগেই আন্তর্জাতিক মঞ্চে যে রকম প্রভাব বিস্তার করেছেন মার্নাস ল্যাবুশেন, তাতে অস্ট্রেলিয়া ক্রিকেটের পরবর্তী মুখ হয়ে উঠতে পারেন তিনি৷শেষ ৫টি টেস্টে একটি দ্বিশতরানসহ চারটি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে৷ এহেন ল্যাবুশেন মনে করেন যে ভারতে এসে ভারতকে সামলানোর মতো কঠিন কাজ আর কিছু নেই৷
এর আগে কখনও দেশের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেট খেলননি৷ সিডনিতে ভারতের বিরুদ্ধে একটি টেস্টে মাঠে নামলেও জাতীয় দলের সঙ্গে ভারত সফরে আসেননি কখনও৷ টেস্টের পারফরম্যান্স দিয়ে তিনি ঢুকে পড়েছেন আসন্ন ভারত সফরের ওয়ান ডে দলে৷ স্বাভাবিকভাবেই ভারত সফর প্রসঙ্গে বাড়তি সতর্ক শোনান ল্যাবুশেনকে৷
২৫ বছর বয়সি ল্যাবুশেন জানান, ‘যখনই আপনি ভারতে ক্রিকেট খেলবেন, সেটা আপনার কাছে সব থেকে কঠিন সিরিজ হবে৷ কারণ ভারত অত্যন্ত কঠিন প্রতিপক্ষ৷ ওদের দলে অসাধারণ সব ব্যাটসম্যান ও বোলার রয়েছে৷সুতরাং ভারতে খেলা সব সময় চ্যালেঞ্জের’