চলতি বছরেই অস্ট্রেলিয়ায় মাটিতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। ভারতের প্রথম ম্যাচ খেলবে ২৪ অক্টোবর পারথে৷ বিরাট কোহলিদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷ কিন্তু এই বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হল না মহেন্দ্র সিং ধোনি ও শিখর ধাওয়ানের মতো তারকা ক্রিকেটারের৷
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কচলতি বছরেই অস্ট্রেলিয়ায় মাটিতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। ভারতের প্রথম ম্যাচ খেলবে ২৪ অক্টোবর পারথে৷ বিরাট কোহলিদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷ কিন্তু এই বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হল না মহেন্দ্র সিং ধোনি ও শিখর ধাওয়ানের মতো তারকা ক্রিকেটারের৷
তবে বিশ্বকাপের জন্য জাতীয় নির্বাচক এই দল স্কোয়াড ঘোষণা করেননি। মঙ্গলবার ইন্দোর সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বিরাটবাহিনী শ্রীলঙ্কাকে হেলায় হারানোর পর বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ১৫ জনের ভারতীয় দল বেছে নেন ভিভিএস লক্ষ্ণণ৷ এই ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জন ভারতীয় ক্রিকেটারের নামও ঘোষণা করেন ভেরি ভেরি স্পেশাল এই ব্যাটসম্যান৷
লক্ষ্মণ যে ১৫ জনের দল ঘোষণা করেছেন, তাতে জায়গা হয়নি ধোনি, ধাওয়ান। তবে দলে রেখেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে না-খেলা রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ‘হিটম্যান’-কে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা৷ গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়৷ টস হলেও বৃষ্টির জন্য বাইশ গজে বল গড়ানোর আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা৷
গত বছর ইংল্যান্ড ও ওয়েলসে ৫০ ওভারের বিশ্বকাপর পর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়। বিশ্বকাপ সেমিফাইনালের পর থেকে এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি ধোনিকে৷ বিশ্বকাপের পর দু’মাসের জন্য সাময়িক অবসর নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ সেনা পোশাকে কাশ্মীরে গিয়ে দেশের ৭৩তম স্বাধীনতা পালন করেন মাহি৷
ভারতীয় টেরিটোরিয়াল আর্মির কর্নেল হিসেবে দু’সপ্তাহ সেনাবাহিনীর সঙ্গে কাজ করার পর সেনা পোশাক খুলে রাখলেও জাতীয় দলের হয়ে খেলেননি ধোনি৷ একের পর এক সিরিজ থেকে সরে দাঁড়ান টি-২০ বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক৷ বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলতে ভারত৷
শ্রীলঙ্কা সিরিজের পরেই ভারতে আসছে অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধেও ভারতীয় দলে নেই ধোনি৷ অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ড সফর৷ সেখানও ধোনি খেলবেন কিনা, তা নিশ্চিত নন৷ অর্থাৎ ধোনি ফের কবে জাতীয় দলে ফিরবেন, তা অনিশ্চিত। শোনা যাচ্ছে কিউয়ি সফরেই জাতীয় দলের জার্সিতে ফিরতে পারেন ধোনি। কিন্তু বিশ্বকাপের দলে ধোনির পরিবর্তে উইকেটের পিছনে ঋষভ পন্থেই ভরসা রাখছেন লক্ষ্ণণ৷
লক্ষ্মণের পছন্দের টি-২০ বিশ্বকাপের ১৫ জনের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মনীশ পাণ্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার।