আইসিসি প্রস্তাবিত ৪ দিনের টেস্টের ফর্ম্যাটের বিরুদ্ধে ভিড় বেড়েই চলেছে। বিশ্বের তাবড় ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটারদের পর এবার এই ফর্ম্যাটের বিরুদ্ধে সোচ্চার দল বিসিসিআই-র ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা আইসিএ। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ৪ দিনের টেস্টের প্রস্তাবে না বলার আবেদন জানাল ওই কমিটি।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআইসিসি প্রস্তাবিত ৪ দিনের টেস্টের ফর্ম্যাটের বিরুদ্ধে ভিড় বেড়েই চলেছে। বিশ্বের তাবড় ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটারদের পর এবার এই ফর্ম্যাটের বিরুদ্ধে সোচ্চার দল বিসিসিআই-র ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা আইসিএ। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ৪ দিনের টেস্টের প্রস্তাবে না বলার আবেদন জানাল ওই কমিটি। এই পরিস্থিতিতে আইসিসি-র ক্রিকেট কমিটির বৈঠকে কী সিদ্ধান্ত হয়, সেদিকে তাকিয়ে বিশ্ব। বাইয়ে বৈঠক চলতি বছরের ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুবাইতে আইসিসি-র ক্রিকেট কমিটির বৈঠকে ৪ দিনের টেস্ট নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। কমিটির মাথায় রয়েছেন ভারতীয় ক্রিকেটের লেজেন্ড অনিল কুম্বলে। রয়েছেন রাহুল দ্রাবিড়, আন্ড্রু স্ট্রস, মাহেলা জয়াবর্ধনে, শন পোলকের মতো ক্রিকেট কিংবদন্তীরাও। ৪ দিনের টেস্ট টি-টোয়েন্টির যুগে ক্রিকেট বিশ্বে ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে পাঁচ দিনের টেস্ট। তাই লাল বলের ফর্ম্যাটকে কিছুটা সংক্ষিপ্ত করার ভাবনায় রয়েছে আইসিসি। ২০২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ দিনের ফর্ম্যাট অন্তর্ভূক্ত করা হবে না বলেও আইসিসি-র তরফে জানানো হয়েছে। নিয়মে পরিবর্তন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০৩১ চক্রে এই নতুন ফর্ম্যাট চালু করা হবে বলে আইসিসি-র একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের হলে প্রতি দিনের ওভার সংখ্যা বাড়িয়ে দেওয়ার ভাবনা নিয়েছে আইসিসি। ৯০-র পরিবর্তে তা ৯৮ করা হবে বলে ভাবা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ সবমিলিয়ে চার দিনের টেস্ট ৫৮ ওভার কম খেলানো হবে বলে সূত্রের দাবি। আইসিএ-র আপত্তি বিসিসিআই-র নবতম সংযোজন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা আইসিএ-র তরফে চার দিনের টেস্টের ভাবনাকে সম্পূর্ণ খারিজ করা হয়েছে। ওই বডির সভাপতি তথা দেশের প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রের বক্তব্য, দিন কমিয়ে দিলে টেস্টের কৌলিন্য কমে যাবে। তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে টেস্টের পঞ্চম দিনে ম্যাচের ফয়সলা হয় বলে দাবি মালহোত্রর। টেস্টের প্রতি মানুষের আকর্ষণ ফেরাতে দিন-রাতের ফর্ম্যাট দুর্দান্ত উপযোগী বলে জানিয়েছেন তিনি। বিশ্ব বডি আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্টের বিরুদ্ধে সওয়াল করেছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা ফিকা। ক্রিকেটাররা এই নিয়ম মেনে নেবে বলে দাবি করা হয়েছে।