• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ফিরছেন ধোনি, অনিশ্চিত গাপটিল

আজ সিরিজের শেষ ম্যাচে কিউইদের মুখোমুখি ভারত

স্পোর্টি ওয়ার্ল্ড ডেস্ক

চতুর্থ একদিনের ম্যাচে ২১২ বল বাকি থাকতে হার। প্রথম একাদশের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চলে গিয়েছেন বিশ্রামে। এই অবস্থায় সিরিজের শেষ ম্যাচে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। হ্যামস্ট্রিং-এর চোট সারিয়ে দলে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি। সেক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে থাকবেন দীনেশ কার্তিক। বোলিং বিভাগেও কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্পিন আক্রমণে দেখা যেতে পারে ক্রুনাল পাণ্ড্যকে।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মতো ঠান্ডা আবহাওয়ায় এটাই শেষ ম্যাচ ভারতের। তাই এই ম্যাচেই যাবতীয় পরীক্ষানিরীক্ষা সেরে রাখতে চাইছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। আরও একবার দেখে নেওয়া হবে খলিল আহমেদ এবং শুবমান গিলকে। দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলছেন, “বিশ্বকাপে প্রত্যেক দলকে গ্রুপ পর্যায়ে ন’টি করে ম্যাচ খেলতে হবে। এত লম্বা প্রতিযোগিতায় কিছু খেলোয়াড়ের চোট-আঘাত লাগতেই পারে। তাদের জায়গা যারা নেবে তাদের তৈরি রাখতে হবে। প্রত্যেকেই নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছে।“

কিউই শিবিরের পক্ষে চিন্তার খবর মার্টিন গাপটিলের চোট। রবিবারের ম্যাচে তিনি প্রবলভাবেই অনিশ্চিত। তাঁর বদলে দলে ফিরতে পারেন কলিন মানরো। নিউজিল্যান্ডের চিন্তা বাড়াচ্ছে অধিনায়ক কেন উইলিয়ামসনের ফর্ম, যিনি গত তিন ম্যাচে বড় রান পাননি। সিরিজের শেষ ম্যাচ এখন তাদের কাছে সম্মানরক্ষার লড়াই।

     

বিজ্ঞাপন

Goto Top