• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিশ্বকাপে ভারতের ‘সারপ্রাইজ’ কে, কার নাম বললেন বিরাট

এই মুহূর্তে ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বসেরা বোলার রয়েছে ভারতের। বিশেষ করে বিরাটদের পেস ব্যাটারিকে ভয় পাচ্ছে সব দলই। এই অবস্থায় পেস বোলিংয়ে ভারতের কাছে আরও এক সারপ্রাইজ রয়েছে বলেই দাবি করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নির্দিষ্ট ভাবে কোনও নাম না বললেও একটা ইশারা করেছেন বিরাট।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

এই মুহূর্তে ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বসেরা বোলার রয়েছে ভারতের। বিশেষ করে বিরাটদের পেস ব্যাটারিকে ভয় পাচ্ছে সব দলই। এই অবস্থায় পেস বোলিংয়ে ভারতের কাছে আরও এক সারপ্রাইজ রয়েছে বলেই দাবি করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নির্দিষ্ট ভাবে কোনও নাম না বললেও একটা ইশারা করেছেন বিরাট।

ইন্দোরে ম্যাচ জেতার পরে পুরস্কার মঞ্চে এই কথা বলেন বিরাট। তিনি বলেন, “আমি মনে করি অস্ট্রেলিয়াতে একজন সারপ্রাইজ বোলার থাকবে আমাদের। এমন একজন যে গতি ও বাউন্সের সঙ্গে বল করতে পারে। ঘরোয়া ক্রিকেটে প্রসিদ্ধ কৃষ্ণা ভাল বল করছে। আমাদের বোলারদের একটা গ্রুপ আছে। যারা সব ফরম্যাটের ক্রিকেটেই ভাল বল করবে। বিশ্বকাপে আমাদের হাতে অনেক বিকল্প আছে।”

কারও নাম নির্দিষ্ট করে না বললেও নাইট রাইডার্সের বোলার প্রসিদ্ধ কৃষ্ণার নাম করেছেন বিরাট। ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন এই বোলার। শেষ দুই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের প্রথম এগারোতেও নিয়মিত খেলেছেন। তাঁর গতি ও পেস বিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছে। তাহলে কি নবদীপ সাইনির পরে আর এক তরুণ পেস বোলারকে তুলে আনতে চাইছে ভারত। সময় এলেই অবশ্য এর জবাব পাওয়া যাবে।

এদিন পুরস্কার মঞ্চে দলের সবাইকে ধন্যবাদ দিয়েছেন বিরাট। তিনি বলেন, “আমি খুব খুশি। ক্লিনিক্যাল পারফরম্যান্স হয়েছে। দল হিসেবে আরও শক্তিশালী হচ্ছি আমরা। রোহিতের মতো ব্যাটসম্যান ছাড়াই সহজে জিততে পেরেছি আমরা। এটা খুব ভাল ইঙ্গিত।” শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত বল করেছেন নবদীপ সাইনি। তাঁকে নিয়ে আলাদা করে উচ্ছ্বসিত বিরাট। তিনি বলেন, “নবদীপ এখন একদিনের দলেও এসেছে। টি ২০ ক্রিকেটে আরও আত্মবিশ্বাস বেড়েছে ওর। আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। গতির সাহায্যে ও কী করতে পারে সবাই জানে। ইয়র্কার ও বাউন্সারে ব্যাটসম্যানকে আউট করা দেখে খুব ভাল লাগল। এটাও দলের জন্য খুব ভাল ইঙ্গিত।”

এদিন চোট সারিয়ে দলে ফিরেছেন বিশ্বের এক নম্বর বোলার যশপ্রীত বুমরাহ। সেই প্রসঙ্গে বিরাট বলেন, “যশপ্রীতকে দলে দেখে খুব ভাল লাগল। ও আবার গতি বাড়িয়ে বল করছে। দলের সিনিয়র বোলারদের মধ্যে থেকে আমরা কয়েকজনকেই খেলিয়ে যেতে চাই। একই ধরনের বোলারদের মধ্যে যে সেরা সে খেলবে। আমরা বোলিং গ্রুপে বৈচিত্র্য আনতে চাই।”বিরাটের এদিনের কথা থেকে একটা জিনিস পরিষ্কার টি ২০ বিশ্বকাপে বোলিং বিভাগে বিভিন্ন ধরনের বোলার চাইছেন কোহলি। প্রত্যেকের আলাদা আলাদা বিশেষত্ব দিয়ে বিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। কারও যদি গতি হাতিয়ার হয়, তো কারও সুইং, কারও আবার বৈচিত্র্য। আর সেই বিচার বিশ্বকাপের আগের এই কটা সিরিজেই করে নিতে চাইছেন বিরাট।

     

বিজ্ঞাপন

Goto Top