২৭ জানুয়ারি রনজি ট্রফিতে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে ম্যাচে অশোক দিন্দাকে দলে ফেরানোর ভাবনায় (সিএবি)।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআগামী ২৭ জানুয়ারি রনজি ট্রফিতে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে ম্যাচে অশোক দিন্দাকে দলে ফেরানোর ভাবনায় (সিএবি)।
ভারত ‘এ’ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাবেন বলে ঈশান পোড়েলকে ছাড়াই বুধবার বিদর্ভ ম্যাচ খেলতে নাগপুর গেল বাংলা দল। ইশান না থাকলেও দিন্দাকে ফেরানো হয়নি। অন্ধ্রপ্রদেশ, গুজরাটের পর বিদর্ভ ম্যাচেও বাইরে বাংলার এক নম্বর পেসার। সিএবি সূত্রের খবর, এরপর হায়দরাবাদ ম্যাচেও তঁার ফেরার সম্ভাবনা নেই। কিন্তু দিল্লি ম্যাচে তঁাকে দলে ফেরাতে চায় সিএবি। কারণ, কল্যাণী থেকে ওই ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টসে। কিন্তু কল্যাণীতে সরাসরি সম্প্রচারের পরিকাঠামো নেই। ফলে ম্যাচ করতে হবে ইডেনে। জট কাটাতে স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলছেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া। তাতে সমস্যা মিটবে এমন আশ্বাস পাওয়া যাচ্ছে না। দিন্দার অনুপস্থিতিতে ঈশান–আকাশ দীপ জুটিতে পেস বিভাগ সাজিয়েছিল বাংলা। ঈশান না থাকায় হায়দরাবাদ ও দিল্লি ম্যাচ কল্যাণীর স্পিন সহায়ক করতে চাইছিল বাংলা। কিন্তু সম্প্রচার–জটে কল্যাণী থেকে দিল্লি ম্যাচ সরে আসতে পারে ইডেনে। এখানেই আসছে দিন্দা ফ্যাক্টর। সিএবি–র এক শীর্ষকর্তার কথায়, ‘দিন্দাকে ফেরানো হলে দিল্লি ম্যাচ ইডেনের উইকেটে খেলতে কোনও সমস্যা থাকবে না।’