সেমিফাইনাল নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল বিরাট কোহলির ভারত৷ তার পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া৷ কিন্তু ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবরে পড়ল কোহলি অ্যান্ড কোং৷ মঙ্গলবার ওয়াংখেড়ে অর্থাৎ ধোনির বিশ্বজয়ের মাঠে অস্ট্রেলিয়ার কাছে সবচেয়ে বড় ব্যবধানে হারাল কোহলির ভারত৷
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসেমিফাইনাল নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল বিরাট কোহলির ভারত৷ তার পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া৷ কিন্তু ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবরে পড়ল কোহলি অ্যান্ড কোং৷ মঙ্গলবার ওয়াংখেড়ে অর্থাৎ ধোনির বিশ্বজয়ের মাঠে অস্ট্রেলিয়ার কাছে সবচেয়ে বড় ব্যবধানে হারাল কোহলির ভারত৷
ওয়াংখেড়েয় ২৫৬ রান তাড়া করে ভারতকে ১০ উইকেটে হারায় অস্ট্রেলিয়া৷ ৩৮ ওভারে কোনও উইকেট না-হারিয়ে ম্যাচ জিতে নেয় অজিবাহিনী৷ অপরাজিত সেঞ্চুরি দুই অজি ওপেনারের৷ এর আগে অস্ট্রেলিয়ার কাছে কোনও দিন ১০ উইকেটে ওয়ান ডে ম্যাচ হারেনি ভারত৷ এ নিয়ে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে পাঁচবার ওয়ান ডে ম্যাচ ১০ উইকেটে হারাল টিম ইন্ডিয়া৷ শেষবার ভারত ১০ উইকেটে হেরেছিল ২০০৫-এ ইডেন গার্ডেন্স দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷
তার আগে প্রোটিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে ওয়ান ডে ম্যাচ হেরছিল ভারত৷ প্রথমবার ১০ উইকেটে ওয়ান ডে হেরেছিল ১৯৮১ সালে মেলবোর্নে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ তারপর ১৯৯৭-এ ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷ তারপর ২০০০ সালে শারজায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷ ২০০৫-এর পর ২০২০৷ অর্থাৎ শেষ ১৫ বছরে ভারতের এটাই সবচেয়ে খারাপ ওয়ান ডে পারফরম্যান্স৷