ঘরের মাঠে পর্যুদস্ত উইলিয়ামসনরা, সিরিজের সেরা শামি
স্পোর্টি ওয়ার্ল্ড ডেস্কখেলার দশম ওভার। সদ্য প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। স্কোরবোর্ডে রান চার উইকেটে ১৮। ফিরে আসছিল ৯২ অল আউটের ভূত। কিন্তু তার পুনরাবৃত্তি হতে দিলেন না আম্বাতি রায়াডু। খেললেন ১১৩ বলে ৯০ রানের স্থিতধী ইনিংস। যোগ্য সঙ্গত করলেন বিজয় শঙ্কর (৪৫)। শেষ দিকে চালিয়ে খেলে ২২ বলে ৪৫ রান করলেন হার্দিক পাণ্ড্য। তারই দৌলতে প্রথমে ব্যাট করে ২৫২ রান করেছিল ভারত। জবাবে ২১৭ রানেই শেষ নিউজিল্যান্ডের ইনিংস।
সুইং সহায়ক পরিবেশে সাবধানে ইনিংস শুরু করার চেষ্টা করেছিলেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। কিন্তু ম্যাচের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ওভারে পরপর ফিরে যান রোহিত (২), শিখর (৬) এবং শুবমান গিল (৭)। উইকেটে জমতে পারেননি ধোনিও (১)। সেখান থেকেই খেলা ধরে নেন রায়াডু এবং বিজয়। পঞ্চম উইকেটে যোগ করেন ৯৮ রান। কেদার যাদব (৩৪) এবং রায়াডু ষষ্ঠ উইকেটে ৭৪ রান যোগ করে দলকে আরও কিছুটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। ভারতীয় ইনিংসের ৪৭ তম ওভারে কিউয়ি লেগস্পিনার টড অ্যাস্টলকে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে দলকে ২৫০-এর দোরগোড়ায় পৌঁছে দেন। নিউজিল্যান্ডের সীমার ম্যাট হেনরি ৩৫ রানে চার উইকেট নেন।
নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। বলার মতো রান জেমস নিশাম (৪৪), অধিনায়ক কেন উইলিয়ামসন (৩৯) এবং টম ল্যাথামের (৩৭)। ৪১ রানে তিন উইকেট নিয়ে কিউয়িদের ব্যাকফুটে ঠেলে দেন যুজবেন্দ্র চহাল। দু’টি করে উইকেট পেয়েছেন মহম্মদ শামি এবং পাণ্ড্য। চার ম্যাচে নয় উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন শামি। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে উইলিয়ামসনও স্বীকার করেছেন, ভারতীয় বোলিং-এর কাছেই হার মানতে বেধ্য হয়েছেন তাঁরা।
বুধবার থেকে হ্যামিল্টনে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। খেলা শুরু ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টায়।