দ্বিতীয় টেস্টে ১১৩ রানে হার ক্যারিবিয়ানদের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রথম ইনিংসে স্থিতধী ১৭৬। দ্বিতীয় ইনিংসে ৫৭ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস। পাশাপাশি, বল হাতেও মোক্ষম সময়ে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। কার্যত একার হাতেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইংল্যান্ডকে জয় এনে দিলেন বেন স্টোকস।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪৬৯/৯-এর জবাবে ২৮৭ রানের বেশি তুলতে পারেনি ক্যারিবিয়ানরা। স্টোকসকে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মাত্র ১৯ ওভার ব্যাট করে তিন উইকেটে ১২৯ রান তোলে ব্রিটিশরা। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৮৫ ওভারে ৩১২। কিন্তু প্রথম ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে জেসন হোল্ডারের দল। শেষ পর্যন্ত ৭০.১ ওভারে ১৯৮ রানে অল আউট হয়ে যায় তারা। প্রথম ইনিংসের লড়াকু ৬৮ রানের পর দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজকে টানছিলেন শামারা ব্রুকস (৬২)। কিন্তু দলীয় ১৬১ রানের মাথায় তিনি ফিরে যেতেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের যাবতীয় প্রতিরোধ।