• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পিছিয়ে গেল টি-২০ বিশ্বকাপ

আয়োজক দেশ নিয়ে অনিশ্চয়তা; বদল ২০২৩ বিশ্বকাপের সূচিতেও

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে করোনার থাবা। তার জেরেই অনিশ্চিত হয়ে পড়েছিল চলতি বছরের টি-২০ বিশ্বকাপ। সোমবার তাতে সরকারি সিলমোহর দিল আই সি সি। সোমবার আই সি সি-র বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি বছরের অক্টোবর-নভেম্বরের বদলে ২০২১-এর অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে আগামী টি-২০ বিশ্বকাপ। এর ঠিক এক বছরের মাথায় অনুষ্ঠিত হবে তার পরের টি-২০ বিশ্বকাপ। বদল আনা হয়েছে ২০২৩ সালে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের সূচিতেও। ওই বছরের ফেব্রুয়ারি-মার্চের বদলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বরে।

তবে ধোঁয়াশা রয়েছে আয়োজক দেশকে নিয়ে। আগের সূচি অনুযায়ী চলতি বছরের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। ২০২১ টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত। কিন্তু বদলে যাওয়া সূচিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কে কোন বছরের টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে তা জানায়নি আই সি সি। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস মে মাসেই আই সি সি-কে এক চিঠিতে জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজন করতেই বেশি ইচ্ছুক। সেক্ষেত্রে ২০২২-এর ট-২০ বিশ্বকাপের আয়োজক দেশ হোক ভারত। কিন্তু বি সি সি আই-ও চাইছে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে। কারণ, আগের সূচি অনুযায়ী ভারতেরই সেই সময় টি-২০ বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল। তাছাড়া, ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের আসরও বসছে ভারতে। সেক্ষেত্রে ২০২২-এর টি-২০ বিশ্বকাপ, ২০২৩-এর আই পি এল এবং ২০২৩-এর বিশ্বকাপ – এই তিনটি বড় মাপের প্রতিযোগিতা ভারতকে আয়োজন করতে হবে মাত্র এক বছরের মধ্যেই। যা নিয়ে চিন্তার ভাঁজ ভারতীয় বোর্ডকর্তাদের কপালে।

করোনার দাপট অবশ্য অস্ট্রেলিয়ায় খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। সোমবার পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩০২৬। তাই আই সি সি কর্তাদের একাংশই চাইছিলেন না চলতি বছরের বিশ্বকাপের সময় বদল করতে। কিন্তু এডিংস জানিয়েছেন, এই মূহুর্তে গোটা বিশ্বে যা পরিস্থিতি তাতে টি-২০ বিশ্বকাপের আয়োজন করা কার্যত অসম্ভব। তাছাড়া, প্রতিযোগী দেশগুলির মধ্যে থাকছে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার করোনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশগুলি। তাদের ১৬ সদস্যের দলকে এখনই অস্ট্রেলিয়ায় পা রাখতে দিতে নারাজ সে দেশের প্রশাসন।

     

বিজ্ঞাপন

Goto Top