গায়ক গাভাসকারের প্রশংসা কিংবদন্তি লতার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কতিনি ক্রিকেটও খেলেন। আবার গানও করেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সুনীল মনোহর গাভাসকারের এমন গুণের কথা এত দিন জানা ছিল না অনেকেরই। এ বার সানির গায়ক জীবনের কথা জানালেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। টুইট করে তিনি জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে ১০,১২২ রানের মালিক গাভাসকার একজন প্রতিভাবান গায়কও।
গত ১০ জুলাই তাঁর ৭১তম জন্মদিন পালন করেছেন গাভাসকার। কিন্তু তখন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেননি লতা। পরে গাভাসকারের সঙ্গে কথা বলেন তিনি। সে কথা জানিয়ে লতা প্রথমে টুইট করেন, ‘‘নমস্কার, কয়েক দিন আগে সুনীল গাভাসকারের সঙ্গে কথা হল। তখন ওকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। কারণ ওর জন্মদিনে আমি কথা বলতে পারিনি। বহু দিন পরে সুনীলের সঙ্গে কথা বলে দারুণ লাগল। ও একজন দারুণ মানুষ।’’ তার পরেই দ্বিতীয় পোস্টে লতা লেখেন, ‘‘বিশ্ব ক্রিকেটে গাভাসকার একটা মনুমেন্টের মতো অধ্যায়। গানটাও ও দারুণ বোঝে। আপনাদের একটি কথা জানিয়ে রাখি, শ্রী সুনীল গাভাসকার একজন প্রতিভাবান গায়কও। এ রকম জীবন্ত কিংবদন্তি সচরাচর দেখা যায় না।’’
গাভাসকার লতার প্রতি সব সময়েই শ্রদ্ধাশীল। বেশ কয়েক বছর আগে তিনি মুম্বইয়ের পেডার রোডে বসবাসরত এই বর্ষীয়ান গায়িকা সম্পর্কে বলেছিলেন, ‘‘লতাজি যেমন গানের পাশাপাশি ক্রিকেট ভালবাসেন, তেমনই ক্রিকেটারেরাও ভালবাসেন লতা মঙ্গেশকরকে। ব্যাটসম্যানকে প্রতি ইনিংসে শূন্য থেকে শুরু করতে হয়। কিন্তু লতাজির সঙ্গীতের উপর দখল এতটাই যে উনি প্রতি গানেই সেঞ্চুরি করে যান।’’