বুমরা রেখে ঢেকে জবাব দিলেও অস্ট্রেলীয় দর্শকদের একহাত নিয়েছেন স্বয়ং রিকি পণ্টিং।
ওয়েব ডেস্কমাঠে বিরাটকেই দেখলেই গ্যালারি থেকে বিদ্রুপ, অপমানজনক কটূক্তি! বিরাট কোহলির সঙ্গে অস্ট্রেলীয় দর্শকদের সম্পর্কের উন্নতি এখনও হয়নি। যে কারণে অস্ট্রেলীয় দর্শকদেরই কার্যত ‘বকা’ দিলেন তারকা ব্যাটসম্যান ট্রাভিস হেড ও রিকি পণ্টিং। অ্যাডিলেড ওভালে ব্যাট করতে নামার সময়ে গ্যালারির একপ্রান্ত থেকে কোহলির নামে কটাক্ষ করা হচ্ছিল। প্রথম দিনেই ঘটেছিল এমন ঘটনা। তবে দেশের ক্রিকেট সমর্থকদের এমন ব্যবহারে মোটেই খুশি হননি ট্রাভিস হেড।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাভিস হেড সম্প্রতি জানিয়েছেন, ‘‘বিরাট একজন দুর্দান্ত ক্রিকেটার। ওর সঙ্গে এমন ব্যবহার করা মোটেই উচিত হয়নি। এমনটা মোটেই কাম্য নয়। একই প্রশ্ন করা হয়েছিল জসপ্রীত বুমরা-কে। জাতীয় দলের তারকা পেসার সাফ জানিয়ে দেন, সফরকারী দলের এমন সমস্ত জিনিস উপেক্ষা করা উচিত। তিনি জানান, ‘‘আমার মনে হয় না, এমন জিনিস আমাদের কাছে চিন্তার বিষয়। দলের মধ্যে যা ঘটে, সেটা গুরুত্বপূর্ণ। যে বিষয় আমরা নিয়ন্ত্রণ করতে পারব না, সেই সমস্ত জিনিস উপেক্ষা করা উচিত।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘যতদিন আমরা ভাল খেলছি, ততদিন আমরা খুশি।’’
বুমরা রেখে ঢেকে জবাব দিলেও অস্ট্রেলীয় দর্শকদের একহাত নিয়েছেন স্বয়ং রিকি পণ্টিং। প্রাক্তন অজি অধিনায়কের বক্তব্য, ‘‘এই সমস্ত বিষয় দেখতে মোটেই ভাল লাগে না।’’ অস্ট্রেলিয়ার ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট অস্ট্রেলিয়া.কম.এইউ-তে বলেছেন, ‘‘এমন বিষয় আমাকে মোটেই চিন্তায় ফেলে না। ইংল্যান্ডেও এমন অভিজ্ঞতার সাক্ষী থেকেছি। এটা কার্যত ক্রিকেটে আপনার জনপ্রিয়তার জন্য, এটা মানতেই হবে। তবে এমনটা হওয়া উচিত নয়।’’