• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অ্যাডিলেডে হতে পারে বিরাটদের কোয়্যারান্টাইন শিবির

সংঘাতে জড়াতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া-বি সি সি আই; ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর আই পি এল আয়োজনের সম্ভাবনা সংযুক্ত আরব আমিরশাহিতে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বছর শেষেই বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফর। কিন্তু স্যার ডনের দেশে নেমে বাধ্যতামূলকভাবে থাকতে হবে ১৪ দিনের কোয়্যারান্টাইনে। তারপরই মিলবে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার ছাড়পত্র। মঙ্গলবার এমনই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কার্যনির্বাহী চিফ এগজিকিউটিভ নিক হকলে। তিনি বলেছেন, “সংক্রমণের ঝুঁকি যতটা সম্ভব কমাতে হবে। একইসঙ্গে নিশ্চিত করতে হবে বায়ো-নিরাপত্তা। তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কোয়্যারান্টাইনে থাকলেও খেলার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।“ জানা গিয়েছে, অ্যাডিলেডে টিম ইন্ডিয়ার জন্য কোয়্যারান্টাইন শিবিরের কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালের লাগোয়া হোটেলেই হবে বিরাটদের থাকার ব্যবস্থা।

প্রসঙ্গত, সোমবারই পিছিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের টি-২০ বিশ্বকাপ। বদলে সেই সময় সংযুক্ত আরব আমিরশাহিতে আই পি এল আয়োজন করার চেষ্টা চালাচ্ছে বি সি সি আই। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর আরব মুলুকে বসবে আই পি এলের আসর। যেখানে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, জশ হ্যাজেলউড-সহ একগুচ্ছ অস্ট্রেলীয় তারকার অংশ নেওয়ার কথা। কিন্তু আই পি এল খেলে দেশে ফিরলে কোয়্যারান্টাইনে পাঠানো হবে তাঁদেরকেও।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরের ১১ অক্টোবর থেকে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ৭ নভেম্বর পর্যন্ত আই পি এল চললে সেই সূচিতে বড়সড় পরিবর্তন হতে পারে। অস্ট্রেলিয়া কোয়্যারান্টাইন শিবিরের সিদ্ধান্ত না বদলালে নভেম্বরের শেষ সপ্তাহের আগে কোনওভাবেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না বিরাটরা। তবে বি সি সি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একেবারেই কোয়্যারান্টাইন শিবিরের পক্ষপাতী নন। ইতিমধ্যেই ২০২১ এবং ২০২২ টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে বি সি সি আই এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মতপার্থক্য চলছে। কোয়্যারান্টাইন শিবিরের বিষয়টি সেই সংঘাতের পরিস্থিতিকে আরো জটিল করতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।

     

বিজ্ঞাপন

Goto Top