“আই পি এল আয়োজন করার জন্যই এমন সিদ্ধান্ত”
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআর্থিক ক্ষমতার জেরেই বিশ্বক্রিকেটকে শাসন করছে বি সি সি আই। আর সেই ক্ষমতাকে কাজে লাগিয়েই তারা পিছিয়ে দিয়েছে চলতি বছরের টি-২০ বিশ্বকাপ, যাতে সেই সময়কে আই পি এল আয়োজনের কাজে লাগানো যায়। এভাবেই সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যান্ড কোং-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শোয়েব আখতার। নাম না করে ভারতীয় বোর্ডকে নিশানা করেছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তাঁর কথায়, “টি-২০ বিশ্বকাপ আয়োজন করাই যেত। কিন্তু ওরা সেটা করতে দেবে না। যেভাবেই হোক, আই পি এল আয়োজন করতেই হবে। তাতে বিশ্বকাপ চুলোয় যায় তো যাক!” একইসঙ্গে প্রাক্তন পাক পেসার বলেছেন, “এশিয়া কাপও আয়োজন করা যেত। সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের কাছে একে অন্যের মুখোমুখি হওয়ার সুযোগ থাকত। এর নেপথ্যে অনেক কারণ রয়েছে। সে সবের মধ্যে ঢুকতে চাই না।“
প্রসঙ্গত, মার্চ মাসেই বি সি সি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই বছরের এশিয়া কাপ বাতিল করার কথা বলেছিলেন। তার পরের দিনই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এ সি সি) থেকে সরকারী বিবৃতি দিয়ে সেই একই কথা জানানো হয়। যাকে ভারতীয় বোর্ডের আর্থিক প্রভাব হিসাবে দেখছেন শোয়েব।
এরই পাশাপাশি, ১২ বছর আগের কুখ্যাত ‘মাঙ্কিগেট’ প্রসঙ্গও তুলে এনেছেন শোয়েব। বলেছেন, “কখনও ওরা মেলবোর্নে সহজ পিচে খেলার সুযোগ পায়। কখনও কাউকে বাঁদর বলেও ছাড় পেয়ে যায়। কারণ, সবসময়ই ওদের দিক থেকে সিরিজ বয়কট করার হুমকি ধেয়ে আসে।“