অস্ট্রেলিয়ায় কোহলিদের টি-২০ সিরিজ অনিশ্চিত
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক৪৮ ঘণ্টার ঘটনাপ্রবাহেই বদলে গিয়েছে ক্রিকেটের গতিমুখ। যার জেরে আন্তর্জাতিক ক্রীড়াসূচি নিয়ে চলছে নতুন একগুচ্ছ পারমুটেশন-কম্বিনেশন। আই পি এল কে জায়গা করে দিতে গিয়ে ঘোরতর অনিশ্চিত অস্ট্রেলিয়া সফরে কোহলিদের টি-২০ সিরিজ। একইসঙ্গে, দেশের মাঠে ইংল্যান্ডের মোকাবিলা করার জন্য ভারতীয় দলকে অপেক্ষা করতে হতে পারে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বি সি সি আই সূত্রের খবর অন্তত তেমনই।
আগের ক্রীড়াসূচি অনুযায়ী ঠিক ছিল, অক্টোবরের মাঝামাঝি স্যার ডনের দেশে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপের পরে চার ম্যাচের টেস্ট সিরিজ এবং তিন ম্যাচের একদিনের সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু পালটে যাওয়া সূচিতে টেস্ট এবং একদিনের সিরিজের জন্য জায়গা পাওয়া গেলেও টি-২০ সিরিজের জন্য সময় বের করা যাচ্ছে না।
শোয়েব আখতারের মতো প্রাক্তন তারকারা ক্রীড়াসূচির এই বদলের জন্য ভারতকে দুষলেও, বি সি সি আই বল ঠেলছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সি এ) কোর্টে। ভারতীয় বোর্ডের একাংশের মত, ১৪ দিনের কোয়্যারান্টাইনের বিষয়ে অস্ট্রেলিয়া এমন অনমনীয় মনোভাব না দেখালে টি-২০ সিরিজ নিয়ে এই অনিশ্চয়তা তৈরি হত না। এক বোর্ডকর্তার কথায়, “অস্ট্রেলিয়ায় কোহলিদের একদিনের সিরিজ শেষ হওয়ার কথা ১৭ জানুয়ারি। অন্তত দু’দিনের বিশ্রাম রাখতেই হবে টি-২০ সিরিজ শুরুর আগে। সেক্ষেত্রে ২০ জানুয়ারির আগে টি-২০ সিরিজ শুরু হওয়া সম্ভব নয়। একই কেন্দ্রে যদি তিনটি ম্যাচ খেলা হয় তাহলেও তা শেষ হতে অন্তত ২৪ জানুয়ারি পর্যন্ত সময় লাগবে। অর্থাৎ, ২৬ জানুয়ারির আগে দেশে ফেরার বিমান ধরতে পারবেন না কোহলিরা। যদি সেই সময় দেশে ফিরে ১৪ দিনের কোয়্যারান্টাইনের নিয়ম লাগু না থাকে, তাহলেও অন্তত সাত থেকে ১০ দিন বিশ্রাম দিতে হবে ক্রিকেটারদের, যাতে তাঁরা পরিবর্তিত পরিবেশে মানিয়ে নেওয়ার সুযোগ পান। সেক্ষেত্রে ফেব্রুয়ারির আগে কোনওভাবেই ইংল্যান্ড সিরিজ শুরু করা সম্ভব নয়।“
উল্লেখ্য, আই সি সি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে ভারত সফরে পাঁচটি টেস্ট খেলার কথা জো রুটদের। এর মধ্যে আহমেদাবাদ টেস্ট হবে দিন-রাতের।