১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত পর্যন্ত চলবে প্রতিযোগিতা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক১২ বছর রমরমিয়ে চলার পর ‘অশুভ তেরো’-র গেরোয়া আটকে গিয়েছিল চলতি বছরের আই পি এল। ২০২০ সালের কোটিপতি লিগ আদৌ আয়োজন করা যাবে কি না তা নিয়ে দেখা দিয়েছিল চূড়ান্ত অনিশ্চয়তা। কিন্তু যাবতীয় অনিশ্চয়তা কাটিয়ে আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আই পি এল, জানিয়েছেন আই পি এল কমিটির চেয়ারম্যান ব্রিজেশ পটেল। ফাইনাল ৮ নভেম্বর।
প্রসঙ্গত, করোনার আবহে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছিল চলতি বছরের আই পি এল। কিন্তু বি সি সি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আই পি এল বাতিল করার কথা ঘোষণা করেননি। শোনা যাচ্ছিল, সূচিতে কাটছাঁট করে অনুষ্ঠিত হতে পারে আই পি এল। কিন্তু দেশজোড়া লকডাউনের জেরে তার উপরেও বড়সড় প্রশ্নচিহ্ন ছিল। কিন্তু শুক্রবার পটেল জানিয়েছেন, ৫১ দিনের সূচিতে পুরোনো চেহারাতেই দেখা যাবে আই পি এল-কে।
বৃহস্পতিবার পর্যন্ত শোনা যাচ্ছিল, ২৬ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলেছে আই পি এল। কিন্তু শুক্রবার প্যাটেল যে বিবৃতি দিয়েছেন তাতে এক সপ্তাহ এগিয়ে এসেছে কোটিপতি লিগ। কেন এমন সিদ্ধান্ত? প্যাটেলের কথায়, “অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে কোহলিদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়্যারান্টাইলে থাকতে হবে। সেক্ষেত্রে আই পি এল আরও পিছিয়ে দিলে অন্যান্য সিরিজের (অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড) সূচি সমস্যায় পড়ে যেত।“ কেন্দ্রীয় সরকারের অনুমতি পেলেই প্রকশ করা হবে আই পি এলের চূড়ান্ত সূচি, জানিয়েছেন পটেল।