প্রথম দিনের শেষে সম্মানজনক জায়গায় ইংল্যান্ড
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে অপরাজিত ৯১ রানের লড়াকু ইনিংস। আর তাতেই মাস্টার ব্লাস্টারের মন জিতে নিয়েছেন ইংল্যান্ডের উঠতি তারকা অলি পোপ। নিজের টুইটার হ্যান্ডলে শচীন লিখেছেন, “পোপের ব্যাটিং দেখে মনে হচ্ছে, ইয়ান বেলের আদলে নিজের ব্যাটিং স্টাইল গড়ে তুলেছে ও।“ প্রসঙ্গত, ইংল্যান্ডের হয়ে ১১৮টি টেস্ট এবং ১৬১টি একদিনের ম্যাচ খেলেছেন বেল। পাঁচবার অ্যাশেজজয়ী দলের সদস্যও ছিলেন।
এদিন ম্যাঞ্চেস্টারে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। ১২২ রানে চার উইকেট হারিয়ে একসময় কিছুটা বেকায়দায় ছিল ব্রিটিশরা। কিন্তু পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৩৬ রান যোগ করে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন পোপ এবং জস বাটলার (৫৬ ব্যাটিং)। এছাড়া, উল্লেখযোগ্য রান ওপেনার রোরি বার্নসের (৫৭)। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর চার উইকেটে ২৫৮।