• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ফাঁকা স্ট্যান্ডে সাদা বল, সমস্যায় আয়ারল্যান্ড

দৃশ্যমানতা নিয়ে উঠছে প্রশ্ন

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

করোনা-আতঙ্কে ফাঁকা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু বাদ সাধছে সাদা বল। এমনই অভিনব সমস্যায় পড়েছেন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। আগামী শুক্রবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামবে আইরিশরা। কিন্তু প্রথম দিন অনুশীলনের পর তাদের কোচ গ্রাহাম ফোর্ড বলছেন, “মাঠের স্ট্যান্ড হয় সাদা, নাহয় ঘিয়ে রঙের। স্ট্যান্ডে দর্শকরা না থাকার ফলে ফিল্ডারদের পক্ষে বল দেখা মুশকিল হয়ে পড়ছে।“ সাধারণত, ফিন্ডারদের কাছে ‘সাইটস্ক্রিন’ হয়ে দাঁড়ায় দর্শকদের রঙিন জামাকাপড়ই। কিন্তু ফাঁকা স্ট্যান্ডে সেই সুযোগ একেবারেই নেই তাঁদের কাছে।

প্রসঙ্গত, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজও চলছে ফাঁকা স্টেডিয়ামে। কিন্তু সাদা স্ট্যান্ডের প্রেক্ষাপটে লাল বল দেখতে সমস্যায় পড়ছেন না ক্রিকেটাররা।

চলতি মাসের ৩০ তারিখ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি অবশ্য আশাবাদী, আগামী কয়েকদিনে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন তাঁরা।

     

বিজ্ঞাপন

Goto Top