৪৫ বলে ৬২ রানের পর বল হাতেও দু’উইকেট ব্রিটিশ অলরাউন্ডারের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআক্রমণই রক্ষণের সেরা উপায়। কার্যক্ষেত্রে সেই প্রবাদকেই সত্যি করে দেখালেন স্টুয়ার্ট ব্রড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে ঝোড়ো ব্যাটিং করে দলকে পৌঁছে দিলেন ৩৬৯ রানের সম্মানজনক স্কোরে। পাশাপাশি, বল হাতেও মাত্র ১৭ রান দিয়ে তুলে নিলেন দু’টি গুরুত্বপূর্ণ উইকেট। নিট ফল, দ্বিতীয় দিনের শেষে ১৩৭ রান তুলতেই ছ’উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা।
আগের দিনের ৯১-এর সঙ্গে এদিন আর কোনও রান না করেই আউট হয়ে যান অলি পোপ। ব্যক্তিগত ৬৭ রানের মাথায় ফিরে যান জস বাটলারও। কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলের আগুনে বোলিং-এর সামনে তখন ২৮০ রানে আট উইকেট হারিয়ে রীতিমতো বেকায়দায় ব্রিটিশরা। এখান থেকেই খেলা ধরে নেন ব্রড। ন’টি চার এবং একটি ছক্কার সাহায্যে মাত্র ৪৫ বলে করেন ৬২ রান।
ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। জন ক্যাম্পবেল (৩২) ও জার্মেইন ব্ল্যাকউড (২৬) ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি। তবে ক্যারিবিয়ানদের লড়াইয়ে টিকিয়ে রেখেছেন অধিনায়ক জেসন হোল্ডার (২৪ ব্যাটিং) এবং শেন ডাওরিচ (১০ ব্যাটিং)। দিনের শেষ ওয়েস্ট ইন্ডিজ ২৩২ রানে পিছিয়ে রয়েছে। ব্রড ছাড়া বল হাতে সফল জেমস অ্যান্ডারসন (২/১৭)।