রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীরতনের বাড়িতে ফের করোনার থাবা। বড় ছেলে করোনা পজিটিভ
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কফের করোনার থাবা রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার পরিবারে। স্ত্রী স্মিতা শুক্লা কোভিড নেগেটিভ হওয়ার পরে পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু ফের করোনা হানা দিল লক্ষ্মীর পরিবারে। বড় ছেলের রিপোর্ট কোভিড পজিটিভ। এক বিবৃতিতে রাজ্যের ক্রীড়াউপমন্ত্রী নিজেই একথা জানিয়েছেন।
রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে জানিয়েছেন, গত ২৪ জুলাই (শুক্রবার) স্ত্রী স্মিতা শুক্লার রিপোর্ট কোভিড নেগেটিভ পাওয়া গিয়েছে। হোম আইসোলেশন পিরিয়ডও কাটিয়ে উঠেছেন স্ত্রী স্মিতা। এই পরিস্থিতিতে শনিবার (২৫ জুলাই) তাঁর এবং তাঁর বড় ছেলের করোনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু মন্দ ভাগ্য! বড় ছেলের রিপোর্ট করোনা পজিটিভ। সরকারি নিয়ম মেনে গোটা পরিবার এখন হোম কোয়রেনন্টাইনে রয়েছে।
রাজ্যের মন্ত্রীদের মধ্যে লক্ষ্মীরতন এমন একজন মন্ত্রী যিনি করোনার বিরুদ্ধে লড়াই করছেন। করোনা রোগীদের সেবা করছেন সব সময়। এই পরিস্থিতিতে প্রথমে স্ত্রী স্মিতা ও এখন বড় ছেলে করোনা পজিটিভ হওয়ার পরে বেশ চিন্তায় রয়েছেন লক্ষ্মীরতন।