করোনা পরিস্থিতি সামাল দিতে নিজের গ্রামেই স্বউদ্যোগে কোয়েরান্টিন কেন্দ্র বানিয়ে ফেললেন মুনাফ প্যাটেল
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কমহেন্দ্র সিং ধোনির বিশ্বজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। দেশের হয়ে ১৩ টেস্টে ৩৫ উইকেট ও ৭০টি একদিনের ম্যাচে ৮৬ উইকেটের মালিক তিনি। সেই মুনাফ প্যাটেল এ বার করোনা আক্রান্ত ভারতে এগিয়ে এলেন সমাজসেবার কাজে। গুজরাটের ভারুচ জেলায় ইখর গ্রামে নিজের উদ্যোগে তিনি গড়ে তুলেছেন আস্ত একটি কোয়েরান্টিন কেন্দ্র। যার প্রশংসা করেছেন ভারতীয় দলে ‘ইখর এক্সপ্রেস’ মুনাফের প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীরও। দিল্লির সাংসদ এই প্রাক্তন ক্রিকেটার এক বার্তায় মুনাফকে বলেছেন, ‘‘দারুণ কাজ। দেশের এই বিপদে তোমার মতো এ ভাবে নাগরিকেরা এগিয়ে এলে লাভবান হবে অসহায়, দরিদ্র মানুষেরা।’’
কেন এই মহান উদ্যোগ সে প্রসঙ্গে মুনাফ জানিয়েছেন, এপ্রিল মাসে গ্রামে গিয়েই সেখানকার মানুষের দুরাবস্থা সম্পর্কে জানতে পারেন তিনি। তাঁর গ্রামে বাস করেন আট হাজার মানুষ। তার মধ্যে পাঁচ শ্রমিক তামিলনাড়ু থেকে গ্রামের বাড়িতে ফিরেছিলেন করোনা সংক্রমণ নিয়ে। গ্রামের মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম মেনে চলা কিংবা মাস্ক ব্যবহারের গুরুত্ব বোঝানো যাচ্ছিল না। হিমশিম খাচ্ছিলেন প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। কিন্তু গ্রামের সব মানুষের কাছেই মুনাফের গ্রহণযোগ্যতা থাকায় প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারই সবাইকে বুঝিয়ে নিয়ম মেনে চলতে বলেন। মুনাফ বলছেন, ‘‘সবাইকে বুঝিয়ে বলায় কাজটা সফল হয়েছিল। কিন্তু তার পরেও সংক্রমিত হয়েছেন গ্রামের অনেকে। তাঁদের জন্য খাবারদাবার বিতরণ করেছি আগে। এ বার পুরোদস্তুর একটা কোয়েরান্টিন সেন্টারই খুলে দিয়েছি। গ্রামের আর্থিক ভাবে পিছিয়ে পড়া অসহায় মানুষেরা করোনা আক্রান্ত হলে সেখানে এসে থাকতে পারবেন নিখরচায়। পাবেন চিকিৎসাও। ওদের আশীর্বাদ, ভালবাসাতেই তো ভারতীয় দলের হয়ে সাফল্যের সঙ্গে খেলতে পেরেছিলাম। দেশের মানুষের এই বিপদে এগিয়ে আসা তাই আমার কর্তব্য।’’