• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

জানুয়ারিতে বাগদান, জুলাইতেই বাবা হলেন হার্দিক

অভিনন্দনের বন্যা ক্রীড়ামহলে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ঝোড়ো ব্যাটিং বা আগুনে গতির বোলিং-এ অনেকবারই ম্যাচের রং বদলে দিয়েছেন তিনি। এবার একইরকম গতিতে জীবনের রঙও পালটে নিলেন হার্দিক পাণ্ড্য। জানুয়ারিতে এনগেজমেন্টে, মে মাসে বিয়ে, আর তার দু’মাসের মাথাতেই বাবা হলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। বৃহস্পতিবার দুপুরে টুইটারে তিনি জানান, তাঁর ও বান্ধবী নাতাশার প্রথম সন্তানের খবর। সঙ্গে পোস্ট করেছেন সদ্যোজাতের আঙ্গুল ধরার ছবিও

উল্লেখ্য, গত বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় হার্দিক-নাতাশার সন্তান নিয়ে জল্পনা চলছিল অন্তঃসত্তা স্ত্রীয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে এই বিষয়ে জল্পনা তুঙ্গে তুলে রেখেছিলেন হার্দিক চলতি বছরের প্রথম দিনেই প্রকাশ্যে এসেছিল হার্দিক-নাতাশার বাগদানের খবর।

হার্দিকের বাবা হওয়ার খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানানোর ঢল নেমে যায় সোনাল চৌহান থেকে সানা তেন্ডুলকর, শিখর ধাওয়ান থেকে যুজবেন্দ্র চাহল, বিরাট কোহলি থেকে সানিয়া মির্জা – অভিনন্দন জানিয়েছেন ক্রীড়াজগতের বহু ব্যক্তিত্ব। মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকেও হার্দিক ও নাতাশাকে শুভেচ্ছা জানানো শুরু হয়

     

বিজ্ঞাপন

Goto Top