সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ ১২ জন রঞ্জি ক্রিকেটারের প্রথম কোচ ছিলেন
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কচলে গেলেন ময়দানের বিখ্যাত ‘মুস্তাফি’ স্যার। বৃহস্পতিবার দুপুরে ৮৬ বছর বয়সী অশোক মুস্তাফি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। বাংলার হয়ে রঞ্জি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের হয়ে রোহিংটন বারিয়া ট্রফি খেলা অশোক মুস্তাফি পরবর্তী সময়ে ময়দানের বহু ক্রিকেটার তৈরি করার নেপথ্য কারিগর। যার মধ্যে রয়েছেন বর্তমান বোর্ড সভাপতি ও প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অন্তত ১২ জন রঞ্জি ক্রিকেটার। মহারাজের ক্রিকেটে হাতেখড়ি অশোকবাবুর হাত ধরেই। তাঁর প্রয়াণে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর অজস্র ছাত্র স্মৃতিচারণায় ফিরে যাচ্ছেন অতীতে। সি এ বি সভাপতি এই আকস্মিক খবরে মর্মাহত হয়ে তাঁর পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, অশোক মুস্তাফি নিজে কোচ ও ক্রিকেটার যেমন ছিলেন তেমনই তাঁর পরিবারও একইরকম ক্রীড়া প্রেমী। তাঁর কাকা শিশির মুস্তাফি বাংলার হয়ে নিয়মিত রঞ্জি খেলতেন। এরিয়ান ক্লাবের দুখিরাম কোচিং সেন্টারে দীর্ঘদিন কোচিং করিয়েছেন অশোক মুস্তাফি। সেখানে তাঁর কাছে ক্রিকেটের হা্তেখড়ি মহারাজের। ১৯৯২-তে হাওড়া ইউনিয়নের কোচের পদে যোগ দেন। পরে সল্টলেকে তাঁর বাড়ির কাছেই কোচিং করাতেন অশোক।
গত মাসে খারাপ হয়েছিল তাঁর শারীরিক অবস্থা। খবর পেয়ে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তাঁর প্রিয় ‘মুস্তাফি স্যার’-এর চিকিৎসার বন্দোবস্ত করেছিলেন সৌরভ। কিন্তু বৃহস্পতিবার ব্যর্থ হয়ে গেল সমস্ত প্রচেষ্টা।