• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

যে কোনও মূল্যে নারিনকে দলে চেয়েছিলেন গম্ভীর

আট বছর পরে ক্যারিবিয়ান স্পিনারের রহস্য ফাঁস করলেন নাইটদের প্রাক্তন কোচ

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

পাটা উইকেট হোক বা বাউন্সি, যে কোনও পিচেই অবলীলায় উইকেট তুলে নেওয়ার ক্ষমতা দেখিয়েছেন তিনি। পরাস্ত করেছেন শচীন তেন্ডুলকর, ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নারের মতো বিশ্বত্রাস ব্যাটসম্যানদের। আবার দলের প্রয়োজনে ব্যাট হাতে ওপেন করতে এসেও খেলে গিয়েছেন ম্যাচ বদলে দেওয়া ইনিংস। সৌরভ গঙ্গোপাধ্যায়-পরবর্তী জমানায় কলকাতা নাইট রাইডার্স শিবিরে রদবদল হয়েছে অনেক। কিন্তু গত আট বছর ধরে স্তম্ভের মতো থেকে গিয়েছেন সুনীল নারিন। কীভাবে নাইট শিবিরে এসেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যারিবিয়ান স্পিনার? রহস্য স্পিনারের রহস্যই সামনে এনেছেন নাইটদের প্রাক্তন সহকারী কোচ বিজয় দাহিয়া।

ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক বলছেন, “২০১২ আই পি এলের নিলাম শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া সফরে ছিল ভারতীয় দল। সেখান থেকেই নাইটদের তৎকালীন অধিনায়ক গৌতম গম্ভীর আমাকে ফোন করে বলে, ‘যেভাবেই হোক, আমার দলে সুনীলকে চাই।’” ২০১২ আই পি এলেই প্রথমবার চ্যাম্পিয়নের ট্রফি এসেছিল নাইট শিবিরে। প্রতিযোগিতায় ২৪ উইকেট নিয়ে যার মূল নেপথ্য নায়ক ছিলেন নারিন। ২০১৪ সালে কে কে আর-কে দ্বিতীয় আই পি এল ট্রফি এনে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নারিন। সেবার তাঁর শিকারের সংখ্যা ছিল ২১।

প্রসঙ্গত, ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ প্রতিযোগিতায় নারিনকে প্রথম দেখেছিলেন গোতি। যে প্রতিযোগিতায় ত্রিনিদাদ ও টোবাগোর জার্সি গায়ে ১৫ উইকেট নিয়েছিলেন নারিন। এখনও পর্যন্ত আই পি এল কেরিরারে নারিনের সংগ্রহে রয়েছে ১২২ উইকেট।

     

বিজ্ঞাপন

Goto Top