• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শুভমান বিশেষ প্রতিভা, বলছেন যুবি

স্কেটিং আর গলফে সময় কাটাচ্ছেন পাঞ্জাবের মেন্টর

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

শচীন-তনয়া সারার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই সরগরম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি। কিন্তু শুভমান গিলের ক্রিকেট-প্রতিভা নিয়ে নিঃশংসয় ছিলেন স্বয়ং মাস্টার ব্লাস্টার। এবার সেই দলে নাম লেখালেন যুবরাজ সিং-ও। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে সেই রাজ্যের ক্রিকেটারদের সঙ্গে তিন সপ্তাহের শিবিরে মেন্টর হিসাবে ছিলেন যুবি। তারপরেই শুভমানকে ‘বিশেষ প্রতিভা’ আখ্যা দিয়েছেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার।

গত মরশুমে দিল্লির বিরুদ্ধে রঞ্জি ম্যাচে বিতর্কের কেন্দ্রে ছিলেন শুভমান। নেপথ্যে ছিল আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা। সেই ঘটনা প্রসঙ্গে যুবি বলছেন, “আমি মাঠে ছিলাম। ও কারোর প্রতি কটূক্তি করেনি। ও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল। কখনও কখনও ব্যাটসম্যানরা এরকম করে থাকে। ওর বয়স কম। ভিতরে সাফল্যের ক্ষিদে রয়েছে। আমি যখন খেলা শুরু করি তখন আমারও এরকম অভিজ্ঞতা হয়েছিল। যদি কোনও খেলোয়াড় কোনও ভুল করে, তাহলে সে সেটা ঠিকই শুধরে নেবে। কিন্তু শুভমান এক বিশেষ প্রতিভা।“

প্রসঙ্গত, গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যুবি। তবে কানাডায় টি-২০ লিগ এবং সংযুক্ত আরব আমিরশাহিতে টি-১০ লিগ খেলেছেন। বলছেন, “এই অতিমারীর আবহে আবার এই ক্রিকেট লিগগুলি কবে শুরু হবে জানি না। তাই আমার হাতে এখন অনেক সময়। ক্রিকেট ছাড়া স্কেটিং আমার খুব প্রিয় খেলা। সময় কাটাচ্ছি গলফ কোর্সেও।“

     

বিজ্ঞাপন

Goto Top