• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইনি প্যাঁচে বিরাট

বিতর্কের কেন্দ্রে অনলাইন জুয়া

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

কিশোর এবং তরুণ প্রজন্মের কাছে আইকন তিনি। আর তিনিই কিনা ভক্তদের চালিত করছেন বিপথে! বিরাট কোহলির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন চেন্নাইয়ের এক আইনজীবী। তাঁর মত, অনলাইন জুয়ার প্রচারে সক্রিয় ভূমিকা নিয়েছেন ভারত অধিনায়ক। একই অভিযোগ তুলেছেন ‘বাহুবলী’-খ্যাত অভিনেত্রী তমন্নার বিরুদ্ধেও। আর সেই অভিযোগের ভিত্তিতেই মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন ওই আইনজীবী। আগামী ৪ আগস্ট মামলার শুনানি।

উল্লেখ্য, গত পাঁচ মাসে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি বিরাট। ২০২০ আই পি এলে মাঠে ফেরার কথা তাঁর। তবে তাঁর অনুরাগীদের কথা মাথায় রেখে সোশ্যাল মিডিয়ায় মাঝেমাঝেই হাজিরা দিচ্ছেন বিরাট।

     

বিজ্ঞাপন

Goto Top