বব উইলিস ট্রফিতে ৯০ ওভার শেষে পাওয়া যাবে নতুন বল
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককরোনা অতিমারীর আবহে বলে থুতু লাগানো নিষেধ। যার জেরে তাড়াতাড়ি উঠে যাচ্ছে বলের পালিশ। দাওয়াই হিসাবে শচীন তেন্ডুলকরের মতো প্রাক্তনরা বলেছিলেন, ৮০ ওভারের বদলে ৫৫ বা ৬০ ওভারের মাথায় নতুন বল নেওয়ার নিয়ম চালু করা হোক। কিন্তু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড হাঁটছে তার একেবারে উলটো রাস্তায়।
শনিবার থেকে শুরু হল বব উইলিস ট্রফি। যে প্রতিযোগিতার নিয়মে বলে হয়েছে, ৮০ নয়, ৯০ ওভারের মাথায় নেওয়া যাবে নতুন বল। একইসঙ্গে, দিনে ৯৬ ওভারের বদলে খেলা হবে ৯০ ওভার। অর্থাৎ, ইনিংস বদল না হলে গোটা দিন খেলা হবে একটিই বলে।
প্রসঙ্গত, করোনা অতিমারীর কারণে এবার সময়মতো শুরু করা যায়নি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ। তাই ১২০ বছরের পুরোনো এই প্রতিযোগিতাকে বকলমে স্থগিত রাখা হয়েছে। বদলে শুরু করা হয়েছে বব উইলেস ট্রফি। যেখানে ম্যাচের দৈর্ঘ্য হবে পাঁচ দিনের বদলে চার দিন। ই সি বি জানিয়েছে, এই খেলাগুলি প্রথম শ্রেণির হলেও কাউন্টি চ্যাম্পিয়নশিপের মধ্যে ধরা হবে না। ডিভিশন ওয়ান ও ডিভিশন টু-এর বদলে ১৮ টি সিনিয়র কাউন্টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। তিনটি গ্রুপ মিলিয়ে পয়েন্টের বিচারে শীর্ষ থাকা দু’টি দল ফাইনাল খেলবে।