• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পাকিস্তান ম্যাচের ১৮৩-ই বিরাটের অন্যতম সেরাঃ গম্ভীর

৩৩০ রান তাড়া করে জয় এনে দিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

“ক্রিকেটের তিন ফরম্যাটেই অনেক অবিশ্বাস্য ইনিংস খেলেছে বিরাট। কিন্তু পাকিস্তান ম্যাচের ১৮৩ রানের ইনিংসই আমার চোখে অন্যতম সেরা”, এমনই মত ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের।

প্রসঙ্গত, ২০১২ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রান করেছিলেন বিরাট কোহলি। ১৪৮ বলের সেই ইনিংসে ছিল ২২ টি বাউন্ডারি এবং একটি ছক্কা। যে কথা মনে করে গোতি বলছেন, “আমাদের সামনে ৩৩০ রানের বিরাট লক্ষ্য ছিল। শূন্য রানে আউট হয়ে গিয়েছিলাম। কিন্তু পাকিস্তানের দুর্দান্ত বোলিং আক্রমণ সামলে আমাদের জয় এনে দিয়েছিল বিরাট। ৩৩০ রানের মধ্যে ও একাই করেছিল ১৮৩। সেই সময় ওর তেমন অভিজ্ঞতাও ছিল না।“

উল্লেখ্য, দিল্লি রঞ্জি দল এবং জাতীয় দলে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন বিরাট এবং গম্ভীর। ইডেনে বিরাটের প্রথম আন্তর্জাতিক শতরানের সময়ও উল্টোদিকের ক্রিজে ছিলেন গোতি। এখনও পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৮৩-ই বিরাটের সর্বোচ্চ রান।

     

বিজ্ঞাপন

Goto Top