• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ধোনির ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন বিনি

‘নিজের সেরা সময় পেরিয়ে গিয়েছে। নতুনদের জায়গা ছেড়ে দেওয়া উচিত মাহির’

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

সতীর্থ হোক বা বিপক্ষ, সকলের কাছেই ঈর্ষণীয় ছিল তাঁর ফিটনেস। কিন্তু গত কিছুদিনে ভাঁটা পড়েছে সেই ফিটনেসে। আর তার জন্যই মহেন্দ্র সিং ধোনির উচিৎ জুনিয়রদের জন্য জায়গা ছেড়ে দেওয়া। এমনই মত প্রকাশ করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক রজার বিনি। ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য কোনও রাখঢাক না রেখেই বলছেন, “হারের মুখ থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ছিল ধোনির। যার নেপথ্যে ছিল ওর বুদ্ধি আর শক্তি। কিন্তু গত দু’বছরে সেই ক্ষমতা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। ফিটনেসও আগের মতো নেই। নতুন ক্রিকেটাররাও উঠে আসছে। তবে সত্যিই ও ওর সেরা সময় পেরিয়ে এসেছে কি না, সেটা ধোনিই সবচেয়ে ভালো বিচার করতে পারবে।“

প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি মাহি। তবে আসন্ন আই পি এলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে তাঁকে দেখা যাবে বলেই আশা ভক্তদের। ওয়াকিবহাল মহল অবশ্য ধোনির ভবিষ্যৎ নিয়ে কিছুটা সন্দিহান। চলতি বছরে ধোনিকে টি-২০ বিশ্বকাপে দেখা যাবে বলে মনে করেছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু সেই বিশ্বকাপ পিছিয়ে গিয়েছে আগামী বছরে। সদ্য ৩৯ পেরোনো ধোনি আগামী টি-২০ বিশ্বকাপ অবধি কতটা ফিট থাকবেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

তবে ধোনিকে তাঁর প্রাপ্য কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি বিনি। তাঁর কথায়, “প্রাক্তন ক্রিকেটারদের প্রতি মাহি অত্যন্ত শ্রদ্ধাশীল। ওর যা প্রয়োজন সেই বিষয়ে আমাদের (জাতীয় নির্বাচকদের) সঙ্গে আলোচনা করত। নির্বাচক কমিটির চেয়ারম্যান বা অন্যান্য নির্বাচকদের সঙ্গে কখনও মনোমালিন্য হয়নি ওর। ধোনির সঙ্গে কাজ করাটা দুর্দান্ত অভিজ্ঞতা।“

     

বিজ্ঞাপন

Goto Top