• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএলের স্পনসর সেই চিনা সংস্থাই

করোনা-আক্রান্ত খেলোয়াড় পরিবর্তন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

প্রতিবেশি চিন ভারতকে যতই ৪৪০ ভোল্টের ঝটকা দিক, বার্ষিক ৪৪০ কোটি টাকা পাওয়ার আশায় সেই চিনা সংস্থাকেই আইপিএলের টাইটেল স্পনসর হিসাবে বহাল রাখছে বিসিসিআই।

প্রসঙ্গত, জুন মাসেই পূর্ব লাদাখে সংঘর্ষ বেঁধেছিল ভারতীয় এবং চিনা সৈন্যদের মধ্যে। যেখানে শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান। তারপরেই চিনের ৪৫ টি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। সেই ঘটনার জেরেই জল্পনা শুরু হয়েছিল, গত তিন মরশুম কোটিপতি লিগের টাইটেল স্পনসর হিসাবে যে চিনা সংস্থাকে দেখা গিয়েছে তারাই কি পুরোনো দায়িত্বে বহাল থাকবে? সেই সমস্ত জল্পনায় রবিবার দাঁড়ি টেনে দিল বিসিসিআই। এদিন আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর ভারতীয় বোর্ডের যুক্তি, করোনা অতিমারীর পরিপ্রেক্ষিতে যে অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এত কম সময়ে নতুন টাইটেল স্পনসর পাওয়া মুশকিল। সেই কারণেই টাইটেল স্পনসর বহাল করার কথা ভাবেনি বোর্ড। চিনা সংস্থাটির সঙ্গে ২০২২ আইপিএল পর্যন্ত চুক্তি রয়েছে বোর্ডের। সেই চুক্তি অনুযায়ী প্রতি আইপিএলে সংস্থাটির কাছ থেকে ৪৪০ কোটি টাকা করে পায় বিসিসিআই।

এরই পাশাপাশি জানানো হয়েছে, আইপিএলের প্রত্যেক দল ২৪ জন ক্রিকেটার নিয়ে সংযুক্ত আরব আমিরশাহি যেতে পারবেন। তবে করোনা-আক্রান্ত ক্রিকেটারদের ক্ষেত্রে ইচ্ছামতো বদলি খেলোয়াড় নেওয়া যাবে। চিকিৎসা-সংক্রান্ত ব্যবস্থাপনার বিষয়ে দুবাইয়ের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে বোর্ড। বায়ো-বাবল তৈরির বিষয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে।

এদিন সরকারিভাবে জানানো হয়েছে, ২০২০ আইপিএলের ফাইনাল ৮ নভেম্বরের বদলে ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাতের ম্যাচগুলি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে। দিন-রাতের ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে। আইপিএলের শেষ সপ্তাহে প্লে-অফ চলাকালীন মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। যে প্রতিযোগিতায় অংশ নেবে তিনটি দল। খেলা হবে চারটি ম্যাচ।

বোর্ডকর্তাদের আশা, আগামী দু’-তিন দিনের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাবে। তারপরেই প্রতিযোগিতার বিশেষ নিয়মাবলী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তুলে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে।

     

বিজ্ঞাপন

Goto Top