‘সামনে থেকে নেতৃত্ব দেয় বিরাট। দুর্দান্তভাবে অনুপ্রাণিত করে রবি ভাই’
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঘরের মাঠ বাঘ। কিন্তু বিদেশের মাটিতে বিড়াল। কয়েকবছর আগে পর্যন্তও ভারতীয় দল সম্পর্কে এমনই মত ছিল সংখ্যাগরিষ্ঠ ক্রিকেট অনুরাগীর। কিন্তু গত দু’-তিন বছরে সেই ধারণা অনেকটাই বদলে দিয়েছেন বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার বর্তমান কোচ ও অধিনায়কের ক্ষুরধার জুটিই ঘুরিয়ে দিয়েছে পারফরম্যান্সের চাকা। এমনই মত আশিস নেহরার। প্রাক্তন ভারতীয় পেসার বলছেন, “বিরাট কোহলিকে ওর জায়গাটা ছেড়ে দেয় রবি শাস্ত্রী। বিরাটও জানে যে রবি ভাই কী ধরনের মানুষ আর ওর থেকে কী পাওয়া যেতে পারে। রবি ভাই দুর্দান্তভাবে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারে। তাদের প্রয়োজনীয় মনোবল যোগাতে পারে। যদি আপনি গলা পর্যন্ত চোরাবালিতে ডুবে থাকে তাহলে তাকেও রবি ভাই বলবে যে হাতকে কাজে লাগিয়ে কীভাবে সেই চোরাবালি থেকে বেরিয়ে আসা যায়। বিরাটও সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে। ওদের দু’জনের ব্যক্তিত্ব অনেকটা একইরকম। সবসময় যে দু’জনের মতের মিল হয়, এমন নয়। কিন্তু কিছু কিছু বিষয় ছেড়ে দিতে হয়। অধিনায়ক বা কোচই শেষ কথা বলবে, এমন নয়। দু’জনেরই ৫০-৫০ অবদান থাকা প্রয়োজন।“
উল্লেখ্য, ২০১৭ সালে ভারতীয় দলের কোচের পদে শাস্ত্রীকে নিয়োগ করে বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। যা গঠিত হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণকে নিয়ে। তারপর থেকে বিদেশের মাটিতে যথেষ্ট সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ভারতীয় দল হিসাবে অস্ট্রেলিয়ায় জিতেছে টেস্ট সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজ। পাশাপাশি, নিউজিল্যান্ড থেকেও ৫-০ ফলে টি-২০ সিরিজ জিতে ফিরেছিলেন কোহলিরা।