• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

করোনা-আতঙ্কে সরতে হতে পারে অরুণ লাল-হোয়াটমোরকে

কোভিড টাস্ক ফোর্সের প্রধান সম্ভবত দ্রাবিড়

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ষাটোর্ধ্ব ব্যক্তিরাই সবচেয়ে বেশি করে শিকার হচ্ছেন করোনার। তাই ক্রিকেট মাঠ থেকে দূরে রাখতে হবে তাঁদের। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি)-এর নামে এমনই ফরমান জারি করেছে বিসিসিআই। সেই ফরমান মানলে আপাতত মাঠ থেকে দূরে থাকতে হবে অরুণ লাল এবং ডাভ হোয়াটমোরকে। ৬৫ পেরনো অরুণের কোচিং-এই গতবার রঞ্জি ফাইনালে উঠেছিল বাংলা। অন্যদিকে, ৬৬ পেরোনো হোয়াটমোর রয়েছেন বরোদা রঞ্জি দলের দায়িত্বে।

সোমবার ভারতীয় বোর্ড যে ১০০ পাতার এসওপি প্রকাশ করেছে তাতে পরিষ্কার লেখা রয়েছে, “সাপোর্ট স্টাফ, মাঠকর্মী, আম্পায়ার এরকম ব্যক্তিদের মধ্যে যাঁদের বয়স ৬০-এর বেশি এবং যাঁদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। যতক্ষণ না সরকারের তরফ থেকে যথোপযুক্ত নির্দেশিকা জারি না করা হচ্ছে, ততক্ষণ এরকম ব্যক্তিদের কোনও শিবিরে অংশ নিতে না দেওয়াই উচিৎ।“ উল্লেখ্য, ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ের বয়সও ৬০ পেরিয়েছে।

এসওপি-তে আরও জানানো হয়েছে, খুব তাড়াতাড়িই বোর্ডের তরফে কোভিড-১৯ টাস্ক ফোর্স গঠন করা হবে। যেখানে অন্যান্যদের পাশাপাশি থাকবেন প্রাক্তন অধিনাক রাহুল দ্রাবিড়ও। এই মূহুর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্বে রয়েছেন দ্রাবিড়। তাই তাঁকেই টাস্ক ফোর্সের নেতৃত্ব দিতে দেখা যাবে বলে বোর্ডের ওয়াকিবহাল মহলের ধারণা। মাঠে নামার আগে ক্রিকেটারদেরও সই করতে হবে একটি অনুমতিপত্রে।

     

বিজ্ঞাপন

Goto Top