• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দ্রাবিড়ের টেকনিক নিয়ে সন্দিহান ছিল অনেকেইঃ দলজিৎ

‘পিচ নিয়ে চিন্তা করে না বিরাট’

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

‘দ্য ওয়াল’। পৃথিবীর যে কোনও ২২ গজে তিনি পরিচিত ছিলেন এই নামেই। গোটা দল ধুঁকলেও রাহুল দ্রাবিড় ঠিক সামলে দেবেন। কঠিন পরিস্থিতিতে এমনই আশায় বুক বাঁধতেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। অথচ জ্যামির টেকনিক নিয়ে একসময় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। এমনই অবিশ্বাস্য তথ্য জানিয়েছেন বিসিসিআই-এর প্রাক্তন প্রধান পিচ প্রস্তুতকারক দলজিৎ সিং।

একসময় দেশের নতুন প্রতিভাদের খুঁজে নিয়ে আসার দায়িত্ব ছিল দলজিতের কাঁধে। দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণরা উঠে এসেছিলেন তাঁর হাত ধরেই। সেই সময়কার কথা মনে করিয়ে দলজিৎ বলছেন, “অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ পর্যায়ে কোচিং-এর ব্যবস্থা করেছিল বোর্ড। যেটা বেঙ্গালুরুতে হত। দু’বছর দু’টি দলকেই কোচিং করানোর দায়িত্ব পড়েছিল আমার উপরে। দ্রাবিড় এবং লক্ষ্মণের মতো তারাকারা উঠে এসেছিল এরকম শিবির থেকেই। ব্যাকরণ মেনে ব্যাট করার জন্য কখনও কোনও ক্রিকেটারের উপর চাপ দিতাম না। বরং সেই খেলোয়াড়ের শক্তিশালী জায়গা বুঝে নিয়ে তাকে গড়ে তোলার চেষ্টা করতাম। রাহুল যখন খেলা শুরু করেছিল তখন অনেকেই বলেছিল, ওর ব্যাট আড়াআড়ি নামে, ব্যাকলিফট মসৃণ নয়, ও সফল হতে পারবে না। রেহুলকে জিজ্ঞাসা করেছিলাম, ভিতরে ঢুকে আসা বল ও সামলাতে পারবে কি না। ও বলেছিল, অসুবিধা হবে না। নেটে রাহুলকে পরীক্ষা করেছিলাম। সকলের থেকে বেশি সাবলীলভাবে ভিতরে ঢুকে আসা বল সামলেছিল। ব্যাকলিফট নিয়েও কোনও সমস্যা ছিল না।“

এরই পাশাপাশি টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দলজিৎ। যার নেপথ্যে রয়েছে পিচ নিয়ে বিরাটের নির্বিকার মনোভাব। দলজিৎ বলছেন, “পিচ নিয়ে নানারকম চাহিদা ছিল বিভিন্ন অধিনায়কের। তাদের সঙ্গে কোনও মতানৈক্য হলে তারা বোর্ডের কাছে কিউরেটরের বিরুদ্ধে অভিযোগ জানাত। তবে ধোনি, দ্রাবিড় বা বিরাটের মতো অধিনায়করা পিচ প্রস্তুতকারককে এই বিষয়ে কোনও চাপ দেয় না। বিরাট তো পিচ প্রসঙ্গে প্রায় কিছুই বলে না। পুরোটাই কোচের উপর ছেড়ে দেয়।“

উল্লেখ্য, বিরাটের অধিনায়কত্বে দেশের মাটিতে ২৬ টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। যার মধ্যে ২০ টিতে জিতেছে তারা।

     

বিজ্ঞাপন

Goto Top