কিশোর-দা 'টাইমলেস', টুইট শচীনের
সুমিত গঙ্গোপাধ্যায়সেটা ১৯৬৭ সাল। জানুয়ারি মাস। জাঁকিয়ে শীত পড়ছে। ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর চলছে। মাদ্রাজে তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিলেন ভারত অধিনায়ক মনসুর আলি খান পতৌদির। ব্যাট করতে নামলেন ফারুখ ইঞ্জিনিয়ার এবং দিলীপ সরদেশাই।
এদিকে, বোম্বাইতে তখন চলছে আর এক লড়াই। দিন সাতেক ধরে সুরকার চেষ্টা করছেন একটি গানে সুর করতে। কিন্তু কিছুতেই ব্যাপারটা মনঃপূত হচ্ছে না। অবশেষে গায়কের স্মরণাপন্ন হলেন তিনি। গায়ক সুরকারকে বললেন পুরো দলবল নিয়ে তাঁর বাড়ি আসতে। সেদিন সকাল থেকেই জমজমাট গায়কের বাড়ি। সুরকার, গীতিকার এমনকি অন্য গায়করাও উপস্থিত। সবাই মিলে চেষ্টা করছেন। হঠাৎ গায়ক দাবি তুললেন, প্রায় তিন দশক পুরোনো একটি গানের ধাঁচে গানটা করতে হবে। প্রচুর ধ্রুপদী হরকত থাকবে। থাকবে চল্লিশের শেষের দিককার একটি গানের অংশবিশেষ। মজার গান। সকলে উপভোগ করবে। পরিকল্পনা মনে ধরল সুরকারের।শুরু হলো গান।
মাদ্রাসে তখন ধুন্ধুমার। ইঞ্জিনিয়ার হল আর গ্রিফিথকে তুলোধোনা করছেন। হলের প্রথম তিন ওভারে উঠেছে ২৩ রান। প্রথম আধ ঘণ্টাতেই ৫০ পেরিয়ে গিয়েছে টাইগারের দল। জলপানের বিরতিতে দলের রান ৭২। যার মধ্যে ইঞ্জিনিয়ারের একারই ৫৭। দেখতে দেখতে ১০২ মিনিটে ১০২ হলো। ভেঙে গেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঙ্কজ রায় ও নরি কন্ট্রাকটরের করা ১৯৫৮-৫৯ সালের ৯৮ রানের রেকর্ড। ঝড় উঠেছে মাঠে। মধ্যাহ্নভোজের বিরিতিতে ভারত বিনা উইকেটে ১২৫। ইঞ্জিনিয়ার শতরান থেকে ছ’রান দূরে। সরদেশাই ২৬ রানে ব্যাট করছেন।
বোম্বাইয়ের ‘গৌরিকুঞ্জ’-এও তখন ধুন্ধুমার কাণ্ড। রাহুল দেব বর্মনের সুরেমান্না দে এবং কিশোর কুমার সেখানে জমিয়ে গান গাইছেন। তখন টিভি নেই। রেডিও থেকে ভেসে আসছে ইঞ্জিনিয়ারের ব্যাটিং-এর ধারাভাষ্য। সেখানে হল গ্রিফিথের বল ইঞ্জিনিয়ারের ব্যাট তাণ্ডবে মাঠের চারদিকে ছিটকে যাচ্ছে। সেই ধারাভাষ্যের তালে তাল মিলিয়ে তালে তাল মিলিয়ে কিশোর কুমার গাইছেন ‘বারে চন্দনীয়া বারে চকোরে/ রাম বনাই য়ে ক্যাইসি জোড়ে…’। সওয়াল-জবাবের ঢঙে তৈরি হল গোটা দেশকে দুলিয়ে দেওয়া গান ‘এক চতুর নার’, ‘পড়োসন’ ছবির জন্য। যে ছবির অন্যতম চরিত্র ছিলেন কিশোর নিজেই।
কিশোর কুমারের জন্মদিনে টুইট করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শচীন তেন্ডুলকার। টুইটারে মাস্টার ব্লাস্টার লিখেছেন, "কিশোর-দার জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাই। ওঁর গান আমার সবসময়কার সঙ্গী। ওঁর গান সত্যিই 'টাইমলেস'। এত প্রিয় গান রয়েছে যে তার মধ্যে থেকে কোনও একটি গান বেছে নেওয়া অসম্ভব।"