• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চলে গেলেন ময়দানের 'বুড়ো-দা'

সিএবি-র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন ছ’বছর

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হলেন সিএবি-র প্রাক্তন সহ-সভাপতি শঙ্কর নাথ বাগচি। বয়স হয়েছিল ৭১  বছর ময়দানে 'বুড়ো-দা' নামেই জনপ্রিয় ছিলেন শঙ্করবাবু। প্রায় ছ’বছর সহ-সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়াও, অজস্র উপ-সমিতির সদস্য ছিলেন সিএবি-র বর্তমান সভাপতি অভিষেক ডালমিয়া শঙ্করবাবুর প্রয়ানে শোক প্রকাশ করে বলেছেন, তাঁর মতো সহকর্মী পাওয়া এক দুর্লভ অভিজ্ঞতা বিশেষ করে মহিলা ক্রিকেটে শঙ্করবাবুর অবদানের কথা স্বীকার করে অভিষেক বলেন, কয়েক বছর ধরে বাংলার মহিলা ক্রিকেটকে সংগঠিত করতে তিনি যে ভূমিকা নিয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে আদ্যন্ত ক্রিকেটপ্রেমী শঙ্কর নাথ বাগচির প্রয়ানে ক্রীড়ামহল শোকস্তব্ধ

ছবি সৌজন্যঃ সিএবি

     

বিজ্ঞাপন

Goto Top