২০১৯ বিশ্বকাপে জায়গা না-পাওয়া নিয়ে মুখ খুললেন ২০১১-এর সেরা খেলোয়াড়
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কগত বছরের ইংল্যান্ড বিশ্বকাপে দলে জায়গা পাননি। তার জেরে বিশ্বকাপ চলাকালীনই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন যুবরাজ সিং। তবে দলে না-থাকা তাঁর কাছে একেবারেই বিনা মেঘে বজ্রপাত ছিল না। নেপথ্যে ছিল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর কথোপকথন। এমনই জানিয়েছেন যুবরাজ।
যুবির কথায়, “যখন আমি দলে ফিরেছিলাম তখন বিরাট কোহলি দুর্দান্তভাবে আমার পাশে দাঁড়িয়েছিল। ও পাশে না থাকলে দলে ফিরতেই পারতাম না। কিন্তু আসল ছবি আমার কাছে তুলে ধরেছিল ধোনি। ও জানিয়েছিল যে ২০১৯ বিশ্বকাপের জন্য নির্বাচকদের আলোচনায় আমি নেই। ওর পক্ষে যেভাবে বলা সম্ভব ও বলেছিল। ২০১১ বিশ্বকাপ পর্যন্ত এমএস আমার উপর খুব ভরসা করত। আমাকে বলত, ‘তুমিই আমার প্রধান খেলোয়াড়’। কিন্তু অসুস্থতা কাটিয়ে ফিরে আসার পর দেখেছিলাম, অনেক কিছু বদলে গিয়েছে। আসলে অধিনায়ক থাকলে সবকিছু নিজের পছন্দ অনুযায়ী করা চলে না। কী করলে দলের ভালো হবে সেদিকে খেয়াল রাখতে হয়।‘
উল্লেখ্য, দেশের মাটিতে বিশ্বকাপে ৩৬২ রান করেছিলেন যুবি। বল হাতেও নিয়েছিলেন ১৫ টি উইকেট। চারটি ম্যাচে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছিলেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও গিয়েছিল তাঁরই ঝুলিতে। কিন্তু ক্যান্সার আর খারাপ ফর্ম ২০১৫ বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছিল যুবিকে। ২০১৭-তে দলে ফিরলেও পাকাপাকিভাবে নিজের জায়গা আর ফিরে পাননি যুবরাজ।