সুপরিচিত ছিলেন ক্রিকেট-লেখক হিসাবে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককরোনায় আক্রান্ত হয়ে প্র্যাত হলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের দাদা অবশ্য দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ ধরা পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানবেন্দ্রবাবু। তবে তাঁর মূল পরিচয় ছিল সাহিত্যিক এবং ক্রিকেট লেখক হিসাবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। শারীরিক কারণে অনেকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। কিন্তু সেই অবস্থাতেও চালিয়ে যাচ্ছিলেন লেখালিখির কাজ। সম্প্রতি বেডসোর হয়ে যাওয়ায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মানবেন্দ্রবাবুকে। কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন। এমন সময় করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ ধরা পড়ে তাঁর। তাঁর গবেষণামূলক বই ‘ভারতীয় টেস্ট ক্রিকেটের কাহিনী’ বাংলার ক্রীড়াপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রীড়ামহল ও সাহিত্য জগতের বিভিন্ন ব্যক্তিত্ব।