• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রধানমন্ত্রীকেও কি সরতে হবে? প্রশ্ন ক্ষুব্ধ অরুণের

বোর্ডের নির্দেশিকা স্বল্পমেয়াদি, বলছেন সিএবি সভাপতি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

“আমাদের দেশের প্রধানমন্ত্রীর বয়স ৬৯ বছর। করোনা পরিস্থিতির মধ্যেই কাজ করছেন তিনি। তাঁকেও কি ষাটোর্ধ্ব ব্যক্তির তকমা দিয়ে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে?” এভাবেই বিসিসিআই-এর পাঠানো ফরমানের (এসওপি) বিরুদ্ধে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন অরুণ লাল। সোমবারই ভারতীয় বোর্ড জাঙ্কিয়েছে, ষাটোর্ধ্ব কোনও ব্যক্তি, যাঁরা ডায়াবেটিসের মতো রোগে ভুগছেন, তাঁরা প্রাক-মরশুম শিবির বা এরকম কোনও কাজকর্মে অংশ নিতে পারবেন না। যার জেরে বাংলার কোচ অরুণ লাল (৬৫ বছর) এবং বরোদার কোচ ডাভ হোয়াটমোরের (৬৬ বছর) সংশ্লিষ্ট দলগুলির দায়িত্বে থাকা এখন ঘোরতর প্রশ্নের মুখে। সেই নির্দেশিকার পরিপ্রক্ষিতে ক্যান্সারজয়ী অরুণের প্রতিক্রিয়া, “আমার বয়স ৬৫ বলে কি সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রাখব? বাংলার কোচের পদে থাকি বা না থাকি, আমার জীবন আমার মতো করেই বাঁচব।“ এরপরেই কিছুটা নরম সুরে যোগ করেছেন, “সামাজিক দূরত্ব, হাত ধোয়া, স্যানিটাইজ করা, মাস্ক পরার মতো যে বিষয়গুলি বাকি সকলে মেনে চলছেন সেগুলি আমিও মেনে চলব। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কিছু করার দরকার নেই। বয়স ৬০ পেরিয়েছে বলেই আমাকে কোয়্যারান্টাইনে থাকতে হবে, এটা আমি মানি না। ভাইরাস ৫৯ আর ৬০-এর পার্থক্য জানে না। আমি যথেষ্ট সুস্থ। এত ফিট অনেকদিন বোধ করিনি। আমি একেবারেই চিন্তিত নই। মাস দুয়েকের মধ্যেই করোনার প্রকোপ কমতে শুরু করবে। ভ্যাকসিনেরও প্রয়োজন হবে না তখন।“

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া অবশ্য বলছেন, “বোর্ডের নির্দেশিকা স্বল্পমেয়াদি। এর পরিবর্তন হতেই পারে। নির্দেশিকায় বলাই রয়েছে, নির্দিষ্ট সময়ের ব্যধানে, পরিস্থিতি বিচার করে তার বদল করা হতে পারে।“

অরুণ অবশ্য তাতে পুরোপুরি শান্ত হচ্ছেন না। বলছেন, “সিএবি কী করবে সেটা সিএবি-কেই ঠিক করতে হবে। নিশ্চয়ই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ছেলেরা মাঠে নামতে মুখিয়ে রয়েছে। ওদের মোটিভেশনে যেন খামতি না থাকে সেটা সুনিশ্চিত করাই আমার কাজ। সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি।“

উল্লেখ্য, গত মরশুমে অরুণের কোচিং-এই দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি ফাইনালে উঠেছিল বাংলা। তাই ‘অরুণ স্যার’-এর না-থাকা বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে মনোজদের কাছে।

     

বিজ্ঞাপন

Goto Top