সিরিজের শেষ ম্যাচে জয়ী আয়ারল্যান্ড
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির ছিল মহেন্দ্র সিং ধোনির। টেস্ট, একদিনের ম্যাচ এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২১১ টি ছক্কা হাঁকিয়েছিলেন মাহি। ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়কের সেই রেকর্ড ভেঙে দিলেন ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে চারটি ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক আওয়েন মর্গ্যান। একইসঙ্গে গড়েছেন অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ম্যাচে ২১২ টি ছয় মারার নজির। তবে ধোনি ২১১ টি ওভার বাউন্ডারি মেরেছিলেন ৩৩২ ম্যাচে। ম্ররগ্যান সেই রেকর্ড ভাঙতে নিয়েছেন মাত্র ১৬৩ ম্যাচ। নজির গড়ার ইনিংসে শতরানও করেছেন মর্গ্যান। নিজের পুরোনো দলের বিরুদ্ধে ৮৪ বলে ১০৬ রান করে আউট হন ব্রিটিশ অধিনায়ক।
তবে মর্গ্যানের শতরানকে ফিকে করে করে দিলেন পল স্টার্লিং (১২৮ বলে ১৪২) এবং আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি (১১২ বলে ১১৩)। সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩২৮ রানে অল আউট অয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে এক বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আয়ারল্যান্ড। সিরিজ অবশ্য ২-১ ফলে দখলে রাখল ইংল্যান্ড। উল্লেখ্য, ২০১১ বিশ্বকাপেও ৩২৮ রান তাড়া করে ইংল্যান্ডকে হারিয়েছিল আয়ারল্যান্ড।