দুবাইয়ের গরম চিন্তায় রাখছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কতাঁর নেতৃত্বে চারবার আইপিএল ট্রফি ঘরে তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তা সত্ত্বেও নিজেকে দলের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সদস্য বলে মনে করেন রোহিত শর্মা। বলছেন, “আমি মনে করি, দলের অধিনায়ক দলের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সদস্য। অন্য সদস্যদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন অধিনায়কের এই বিষয়ে বিভিন্ন মত রয়েছে। তবে আমার ক্ষেত্রে এই মনোভাবই বেশি কার্যকরী।“
মহেন্দ্র সিং ধোনির মতো রোহিতও অনেক সময়ই মাঠে নির্বিকার থাকেন। যে প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক বলছেন, “সচেতনভাবেই মাঠে রাগের ভিঃপ্রকাশ ঘটতে দিই না। রাগ হয় না এমন নয়। কিন্তু সতীর্থদের সামনে সেটা প্রকাশ না করাই ভালো।“
তবে দুবাইয়ের ৪০ ডিগ্রি তাপমাত্রা চিন্তায় রেখেছে রোহিতকে। তাঁর মতে, সেই তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ হতে পারে। এরই সঙ্গে যোগ হয়েছে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা। বলছেন, “গোটা জীবনে কখনও এত লম্বা সময় ক্রিকেট ব্যাট না ধরে থাকিনি। তবে লম্বা বিশ্রাম পেয়ে শরীর ফিট হয়ে গিয়েছে।“ আপাতত মাঠে নেমে পারফর্ম করার দিকেই পাখির চোখ রোহিতের।