রামমন্দির সূচনার দিনেই বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঅযোধ্যায় রামমন্দিরের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিপুজোর দিনেই বিস্ফোরক টুইট করে প্রতিবাদ জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। বললেন, ‘‘ঘৃণার এজেন্টদের প্রেম ও ভালবাসার পথে বাধা হতে দেবেন না।’’
বর্তমানে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এলাহাবাদ-জাত এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। বুধবার অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোয় প্রধানমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ। সরযূ নদীর তিরে চাই এ দিন সকাল থেকেই ছিল সাজ সাজ রব। কিন্তু তার মধ্যেই কাইফের প্রতিবাদ যোগ করেছে অন্য মাত্রা। টুইটারে কাইফ লেখেন, ‘‘গঙ্গা-যমুনা সংস্কৃতির শহর এলাহাবাদে জন্মেছি ও বেড়ে উঠেছি। রামলীলাকে সহানুভূতি, সহ-অস্তিত্ব, মর্যাদা ও সম্মানের কাহিনী হিসেবেই দেখতে পছন্দ করতাম। ঈশ্বর রামচন্দ্র সবার মধ্যেই শুভ দেখেন। আমাদের আচরণে তাঁর উত্তরাধিকার প্রতিফলিত হওয়া উচিত। ঘৃণার এজেন্টদের প্রেম ও ঐক্যের পথে বাধা হয়ে আসতে দেবেন না।’’