কোভিড-১৯ সতর্কতাবিধি ভুললেন দুই অধিনায়ক
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককরোনার আতঙ্ক সরিয়ে একগুচ্ছ স্বাস্থ্যসূচক নিরাপত্তাবিধি মেনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমে টেস্ট সিরিজ ২-১ জিতেছিল ইংল্যান্ড। তার পরে বুধবার থেকেই ম্যাঞ্চেস্টারে শুরু হল পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ। আর প্রথম দিনেই টসের পরেই শুরু হল বিতর্ক।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের সময় প্রথম টেস্টে সাউদাম্পটনে টসের পরে কোভিড-১৯ সতর্কতাবিধি ভেঙে ভুল করে হাত মিলিয়ে ফেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার ও ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস। এ দিনও সেই একই ভুল করলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও পাকিস্তান অধিনায়ক আজহার আলি। দুই অধিনায়কই সতর্কবিধি ভুলে গিয়ে টসের সময় হাত মিলিয়ে ফেলেন। তবে দ্রুত ভুল হয়েছে, বুঝতে পেরে হাত সরিয়ে নেন দু’জনেই। তবে এর মধ্যেই ছবি উঠে যাওয়ায় তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যা নিয়ে এই দুই অধিনায়কের সমালোচনা করেছেন কেউ কেউ। কারণ এই অতিমারির সময়ে আইসিসির নির্দেশ অনুযায়ী, ক্রিকেট মাঠে দুই অধিনায়কের হাত মেলানো নিষিদ্ধ।
ম্যাঞ্চেস্টারে মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে টস জিতে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়েছিল পাকিস্তান। ১৬ রানে জোফ্রা আর্চারের বলে আউট হয়ে ফেরেন পাক ওপেনার আবিদ আলি। অধিনায়ক আজহার আলিকে শূন্য রানে ফেরান ক্রিস ওকস। প্রথম দিনের শেষে পাকিস্তানের রান ১৩৯-২। ক্রিজে রয়েছে শান মাসুদ (অপরাজিত ৪৬) ও বাবর আজম (অপরাজিত ৬৯)।
ছবিঃ টুইটার