“এই ধরনের খবর ছড়ানো দায়িত্বজ্ঞানহীনতারই পরিচয় দেয়”
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককরোনার কবলে কি ব্রায়ান লারাও? সেরকমই খবর উড়ে বেড়াচ্ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। যাকে খারিজ করলেন খোদ লারাই। যে ভঙ্গিতে বলকে অনায়াসে বাউন্ডারিতে পাঠাতেন সেই স্টাইলেই ত্রিনিদাদের রাজপুত্র ইনস্টাগ্রামে বলছেন, “আমার করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে, এরকম ভিত্তিহীন খবর বিভিন্ন জায়গায় রটেছে। এমনিতেই করোনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। যার মধ্যে এরকম ভিত্তিহীন খবর ছড়ানো হীন মানসিকতার পরিচয় দেয়। এই ধরনের খবর ছড়ানো দায়িত্বজ্ঞানহীনতারই পরিচয় দেয়। আমার আশেপাশে যাঁরা রয়েছেন তাঁদেরও আতঙ্কগ্রস্ত করে তোলে। ভাইরাস নিয়ে এই অহেতুক ভীতি ছড়ানোর কোনও প্রয়োজন নেই। একে সঙ্গে নিয়েই চলতে হবে আমাদের।“
উল্লেখ্য, মঙ্গলবার থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ লিখছিলেন যে করোনায় আক্রান্ত হয়েছেন লারা। তারপরেই ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করে লারা জানান যে করোনা পরীক্ষায় নেগেটিভ ধরা পড়েছে তাঁর।