“আমাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে কারওর সমস্যা থাকা উচিৎ নয়“
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কদলে নিজেকে বেমানান লাগে। এই কারণ দেখিয়ে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন ইউসুফ ইউহানা। পরিচিত হয়েছিলেন মহম্মদ ইউসুফ নামে। কিন্তু সেই দলে নাম লেখাননি দানিশ কানেরিয়া। জন্মসূত্রে গুজরাতি হিন্দু। অনিল দলপতের পর দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েছিলেন পাকিস্তান দলে। গড়াপেটায় জড়িত থাকার কারণে বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে। পরবর্তীকালে মহম্মদ আমিররা দলে ফিরলেও দানিশ তা পারেননি। তার জন্য ধর্মীয় বৈষম্যকেই দায়ী করেছিলেন দানিশ। যে বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন শোয়েব আখতারও। সামাজিক জীবনেও কেবলমাত্র ধর্মীয় কারণে কোণঠাসা হতে হয়েছে দানিশ ও তাঁর পরিবারকে। তাই যখন অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো হওয়ার খবর পেয়েছিলেন তখন আর আনন্দ চেপে রাখতে পারেননি ওয়াগার ওপারে থাকা দানিশ। প্রাক্তন পাক লেগস্পিনার কোনও রাখঢাক না রেখেই মঙ্গলবার টুইটারে লিখেছেন, “প্রভু রাম আমাদের কাছে আদর্শ। গোটা বিশ্বের হিন্দুদের কাছে আজ এক ঐতিহাসিক দিন। পৃথিবীজুড়ে আজ এক খুশির হাওয়া বইছে। সকলের কাছে এটা সন্তুষ্ট বোধ করার সময়।“
এখানেই শেষ নয়। ধর্মনিষ্ঠ হিন্দুর মতোই দানিশ বলছেন, “প্রভু রামের সৌন্দর্য তাঁর নামে নয়, তাঁর চরিত্রে।“ টুইটার পোস্টটিতে রামের ছবি এবং ‘জয় শ্রী রাম’ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন দানিশ। তাঁর এক ভক্ত দানিশকে অনুরোধ জানিয়েছিলেন সাবধানে থাকার জন্য। যার উত্তরে প্রাক্তন পাক লেগস্পিনার লিখেছেন, “আমরা সাবধানেই রয়েছি। আমাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে কারওর কোনও সমস্যা থেকে উচিৎ নয়। প্রভু রামের জীবন আমাদের শিখিয়েছে কীভাবে ঐক্য এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখতে হয়।“